মারাদোনার মৃত্যু আত্মহত্যা ?

sushovan mukherjee |

Dec 22, 2020 | 6:37 PM

ফুটবল রাজপুত্রের মৃত্যু রহস্যে আলফ্রেদো কাহের ইন্টারভিউ নতুন মাত্রা যোগ করল। ১৯৭৭ সাল থেকে ২০০৭ পর্যন্ত মারাদোনার চিকিৎসা করেছেন আলফ্রেদো।

মারাদোনার মৃত্যু আত্মহত্যা ?
সৌজন্য- টুইটার

Follow Us

TV9 বাংলা ডিজিটাল – ২৫ নভেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন দিয়েরো আর্মান্দো মারাদোনা। তাঁর মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। চলছে তদন্তও। মারাদোনার মৃত্যু কি স্বাভাবিক, নাকি চিকিৎসকদের গাফিলতিতে ৬০ বছর বয়সে পৃথিবী ছাড়তে হয়েছে ফুটবল রাজপুত্রকে? এই প্রশ্ন নিয়ে যখন গোটা বিশ্ব তোলপাড়, তখনই সামনে এল নতুন এক তথ্য। মারাদোনার প্রাক্তন চিকিৎসকের দাবি, দিয়েগোরা চলে যাওয়া স্বাভাবিক মৃত্যু নয়। আত্মহত্যা একটা রূপ।

আরও পড়ুন – আড়াই কোটিতে বিক্রি ডনের ব্যাগি গ্রিন

মারাদোনার প্রাক্তন চিকিৎসক আলফ্রেদো কাহে বলছেন, ‘মারাদোনার মৃত্যু অনেকটা আত্মহত্যার মত।’ মারাদোনা নিজেই আর বাঁচতে চাইতেন না। মস্তিস্কে অস্ত্রপচারের পর থেকে এতটাই অবসাদে ভুগছিলেন তিনি। মারাদোনার বন্ধবী নাকি এই কথা জানিয়েছেন আলফ্রেদোকে। একই সঙ্গে কাহে বলছেন, মারাদোনার শেষ সময়ে তিনি হাসপাতালে গিয়ে দেখা করেছিলেন ফুটবল রাজপুত্রের সঙ্গে। হাসপাতালের বিরুদ্ধে যে গাফিলতির অভিযোগ উঠেছে সেটাকেও সমর্থন করছেন কাহে। বলছেন, ‘ওঁর সঠিক পরিচর্যা হয়নি। এত তাড়াতাড়ি হাসপাতাল থেকে মারাদোনাকে ছাড়ার সিদ্ধান্ত একেবারেই সঠিক নয়। ‘

আরও পড়ুন – মেলবোর্নে হতে পারে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট

১৯৭৭ সাল থেকে ২০০৭ পর্যন্ত মারাদোনার চিকিৎসা করেছেন আলফ্রেদো। মারাদোনাকে নিয়ে আর্জেন্তিনার একটি রেডিও চ্যানেলকে দেওয়া ইন্টারভিউতে কাহে জানান, মারাদোনা নাকি শেষ দিকে খাওয়া বন্ধ করেছিলেন। এমনকি ওষুধও খেতেন না। এতটাই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। ফুটবল রাজপুত্রের মৃত্যু রহস্যে আলফ্রেদো কাহের এই ইন্টারভিউ যে নতুন মাত্রা যোগ করল, তাতে সন্দেহ নেই।

Next Article