Thomas Dennerby: ‘হয়তো ভুল ত্রুটি হয়েছে, কিন্তু…’, অনূর্ধ্ব ১৭ মহিলা দল নিয়ে মুখ খুললেন কোচ ডেনার্বি
Thomas Dennerby: অনূর্ধ্ব ১৭ মহিলার দলের পারফরম্যান্সের উন্নতি প্রসঙ্গে ডেনার্বি বলেন, "একের পর এক ম্যাচে তাদের পারফরম্যান্সের উন্নতি হয়েছে।

নয়া দিল্লি: ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ (Fifa Under 17 World Cup) দল নিয়ে ভারতের ঐতিহাসিক প্রচারভিযান ব্রাজিলের সঙ্গে পরাজয়ের পর সোমবারই শেষ হয়েছে। পরাজয়ের পর ভারতীয় দলের দৃঢ়তা এবং সংকল্প কলিঙ্গ স্টেডিয়ামের পরিবেশকে স্মরণীয় করে তুলেছিল। ম্যাচের পর এক সাক্ষাতকারে মহিলা দলের কোচ থমাস ডেনার্বি জানিয়েছেন, ভারতীয় দল ঠিক পথেই এগোচ্ছে, আর কী জানালেন ডেনার্বি, তার উত্তর TV9 Bangla-তে
ডেনার্বির কাছে জানতে চাওয়া হয়েছিল, মেয়েদের এই পারফরম্যান্স নিয়ে তিনি খুশি কিনা, জবাবে তিনি জানিয়েছেন, এই পারফরম্যান্সের পক্ষে বলার মতো অনেক কিছুই রয়েছে। ডেনার্বি বলেন, “আমরা সংঘবদ্ধভাবে প্রতিরোধ তৈরি করার চেষ্টা করেছি এবং ম্যাচের ৯০ মিনিট নিয়ম মেনে খেলে যাওয়ার চেষ্টা করেছি। কখনও হয়তো কোনও ভুল ত্রুটি হয়েছে, কিন্তু আমরা কোনও বড় মাপের দলের সঙ্গে এই ভুলগুলি করলে হয়তো সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হব, কিন্তু এখান থেকে শেখার অনেক কিছুই রয়েছে। এই অভিজ্ঞতা ক্লাসরুম থেকে পাওয়া যাবে না।”
ভারতের দলের এই সুইডিস কোচের থেকে জানতে চাওয়া হয়েছিল এই টুর্নামেন্ট থেকে তিনি ও তাঁর দলের মেয়েরে ঠিক কী কী শিখলেন, জবাবে ডেনার্বি বলেন, “প্রথমত, যত বেশি রিল্যাক্স থাকবেন, তত ভাল খেলতে পারবেন। নিজের প্রতি ভরসা রাখতে হবে এবং নিজের শক্তিগুলি ব্যবহার করে তাঁর ফায়দা নিতে হবে। ফিটনেস, স্পিড, স্প্রিন্টের সংখ্যা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং আমাদের জন্য কোনওটাই সমস্যার কোনও কারণ নয়।”
অনূর্ধ্ব ১৭ মহিলার দলের পারফরম্যান্সের উন্নতি প্রসঙ্গে ডেনার্বি বলেন, “একের পর এক ম্যাচে তাদের পারফরম্যান্সের উন্নতি হয়েছে। কারণ একটা ম্যাচ খেলার অর্থ হল অভিজ্ঞতা সঞ্চয়। কোনও কিছুতেই মেয়েরা ভয় পায়নি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, মাত্র পাঁচ মাসের মধ্যে কোনও বড় বদল নিয়ে আসা সম্ভব নয়। অন্যান্যদের মতো আমাদের দলের মেয়েরা ১৪-১৫ বছর বয়স থেকে বড় ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে আসেনি।”
এই দলের মেয়েরা কী সিনিয়র জাতীয় দলে খেলার সুযোগ পাবেন? এই প্রশ্নের জবাবে ডেনার্বি বলেন, “তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যেই সিনিয়র দলে খেলছে। আমার মনে হয় এই দলে এমন কিছু সেন্ট্রাল মিডফিল্ডার আছে যাঁরা আগামী দিনে জাতীয় দলে খেলার সুযোগ পাবে। তবে এখন এই মন্তব্য করা খুবই অমূলক কারণ, বেশিরভাগের বয়সই ১৭ বছরের কম। একটা বড় জীবন পড়ে রয়েছে।” মাঠে যে সব ফ্যানরা দলকে উৎসাহিত করতে এসেছিলেন, তাদেরকেও ধন্যবাদ দিয়েছেন ডেনার্বি।
