Mohun Bagan: এএফসি কাপের প্রাথমিক পর্বে মোহনবাগানের প্রতিপক্ষ নেপালের ক্লাব
MBSG, AFC Cup: দুটি ম্যাচ জিতলে এএফসি কাপের গ্রুপ পর্বে পৌঁছে যাবে হুয়ান ফেরান্দোর দল। ভারতের আর এক ক্লাব ওডিশা এফসি ইতিমধ্যেই এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।
মরসুমের প্রথম ডার্বি শনিবার। ডুরান্ড কাপে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান। গত বারের আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানের কাছে ডার্বির পাশাপাশি নজরে এএফসি কাপ। টানা দ্বিতীয় জয়ের পর সবুজ মেরুন কোচ হুয়ান ফেরান্দো সে কথা পরিষ্কার করে দিয়েছেন। এএফসি কাপের প্রাথমিক পর্বে মোহনবাগানের প্রতিপক্ষ নেপালের ক্লাব মাচিন্দ্রা এফসি। ভুটানের পারো এফসিকে ৩-২ ব্যবধানে হারিয়ে মোহনবাগানের বিরুদ্ধে খেলার ছাড়পত্র পেয়েছে মাচিন্দ্রা। ১৬ অগস্ট এএফসি কাপের সাউথ জোন পর্বের প্রথম রাউন্ডে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও মাচিন্দ্রা এফসি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এএফসি কাপের কথা মাথায় রেখেই এ বার আরও শক্তিশালী দল গড়েছে মোহনবাগান। কয়েক দিন আগেই সই করিয়েছে লা লিগায় কয়েক বছর দাপিয়ে খেলা ডিফেন্ডার হেক্টর ইউস্তেকে। গত বারের দলটাকেই কার্যত ধরে রেখে আরও কয়েকজন তারকা ফুটবলারকে সই করিয়েছে মোহনবাগান। গত বছর সেপ্টেম্বরে এএফসি কাপে ইন্টার জোনাল সেমিফাইনালে হারে মোহনবাগান। এ মরসুমে ইন্ডিয়ান সুপার লিগের শিরোপা ধরে রাখার পাশাপাশি লক্ষ্য থাকবে এএফসি কাপে সেরা পারফর্ম করা। যার প্রাথমিক ধাপ ১৬ অগস্ট।
একই দিনে বাংলাদেশের ঢাকা আবাহনী খেলবে মলদ্বীপের ক্লাব ঈগলসের বিরুদ্ধে। মোহনবাগান যদি মাচিন্দ্রার বিরুদ্ধে জেতে তাহলে ২২ অগস্ট কলকাতায় পরবর্তী ম্যাচে খেলবে আবাহনী বনাম ঈগলস ম্যাচের জয়ীর বিরুদ্ধে। এই দুটি ম্যাচ জিতলে এএফসি কাপের গ্রুপ পর্বে পৌঁছে যাবে হুয়ান ফেরান্দোর দল। ভারতের আর এক ক্লাব ওডিশা এফসি ইতিমধ্যেই এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। মোহনবাগানও যোগ্যতা অর্জন করলে, ভারতের দুই ক্লাবকে দেখা যাবে। গ্রুপ পর্বে কার বিরুদ্ধে খেলতে হতে পারে, সেই ড্র হবে ২৪ অগস্ট।