Zecira Musovic: মেয়েদের বিশ্বকাপে সুইডিশদের সুপারহিরো! এক ম্যাচে ১১টি সেভ করা জেসিরা মুসোভিচকে চেনেন?

FIFA Women's World Cup 2023: ১১ অগস্ট জাপানের বিরুদ্ধে মেয়েদের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলবে সুইডিশরা। সেই ম্যাচে বিশেষ নজর থাকবে সুইডেনের প্রাচীর জেসিরা মুসোভিচের দিকে।

Zecira Musovic: মেয়েদের বিশ্বকাপে সুইডিশদের সুপারহিরো! এক ম্যাচে ১১টি সেভ করা জেসিরা মুসোভিচকে চেনেন?
Zecira Musovic: মেয়েদের বিশ্বকাপে সুইডিশদের সুপারহিরো! এক ম্যাচে ১১টি সেভ করা জেসিরা মুসোভিচকে চেনেন?Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2023 | 9:30 AM

মেলবোর্ন: যে সয়, সে রয়… এই কথাটা ক্রীড়া দুনিয়াতেও বেশ পরিচিত। মেয়েদের বিশ্বকাপের (FIFA Women’s World Cup 2023) একটা ম্যাচ রাতারাতি লাইমলাইটে নিয়ে এসেছে সুইডেনের গোলকিপারকে। ফুটবল প্রেমীদের মুখে মুখে ঘুরছে সুইডিশদের প্রাচীর জেসিরা মুসোভিচের (Zecira Musovic) নাম। এ বারের মহিলাদের বিশ্বকাপ থেকে আমেরিকার বিদায়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে জেসিরা মুসোভিচের। কারণ, রাউন্ড অব সিক্সটিনের ম্য়াচে মুখোমুখি হয়েছিল সুইডেন ও আমেরিকা। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন আমেরিকার বিরুদ্ধে সেই ম্যাচে ১১টি সেভ করেন জেসিরা মুসোভিচ। এবং তিনি হয়ে ওঠেন সুইডিশদের সুপারহিরো। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এক, দুই নয়, চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন আমেরিকার বিরুদ্ধে গুনে গুনে ১১টি সেভ করেন জেসিরা। ফলে, স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রে জেসিরা। মাত্র ৯ বছর বয়সে তাঁর ফুটবলে হাতেখড়ি। সুইডেনের হয়ে ২০১২ সালে অনূর্ধ্ব-১৭ দলে খেলেছেন তিনি। অনূর্ধ্ব-১৭ দলে মোট ৫টি ম্যাচ খেলেন জেসিরা। এরপর ২০১৩-১৬ এবং ২০১৬-১৮ সাল অবধি তিনি যথাক্রমে সুইডেনের অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ বিভাগের হয়ে ২৬টি এবং ৪টি ম্যাচে খেলেছেন। ২০১৮ সাল থেকে এখনও অবধি দেশের হয়ে সিনিয়র স্তরে ১০টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন তিনি।

কে  এই জেসিরা মুসোভিচ?

সুইডেনের জাতীয় দলের হয়ে খেলা ২৭ বছরের জেসিরা মুসোভিচ উইমেন্স সুপার লিগে চেলসির হয়ে খেলেন। তাঁর জার্সি নম্বর ১। কিন্তু জেসিরা মুসোভিচ চেলসির এক নম্বর গোলরক্ষক নন। তিনি দলের ম্যানেজার এমা হেইসের দ্বিতীয় পছন্দের গোলকিপার। চেলসি ম্যানেজার গত মরসুমে জার্মানির গোলরক্ষক অ্যান-ক্যাথরিন বার্গারকে বেছে নিয়েছিলেন। ২০২১ সালে চেলসিতে যোগ দেওয়ার পর থেকে মুসোভিচ মাত্র ১৯টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। ৫ ফুট ১১ ইঞ্চির জেসিরা মুসোভিচ উইমেন্স সুপার লিগের এর সবচেয়ে লম্বা গোলরক্ষক। এ বার দেখার চলতি বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স ব্লুজদের হয়ে খেলার সময় কোনও প্রভাব ফেলে কিনা।

সুন্দরী মুসোভিচের ব্যক্তিগত জীবন নিয়ে বলতে গেলে, তিনি সুইডিশ পেশাদার আইস হকি প্লেয়ার অ্যালেন বিবিকের সঙ্গে সম্পর্কে রয়েছেন। ২০১৮ সালে মুসোভিচ লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক হয়েছেন। তাঁর বড় ভাই হুসো মুসোভিচও একজন ফুটবলার ছিলেন।

উল্লেখ্য, ১১ অগস্ট জাপানের বিরুদ্ধে মেয়েদের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলবে সুইডিশরা। সেই ম্যাচে বিশেষ নজর থাকবে সুইডেনের প্রাচীর জেসিরা মুসোভিচের দিকে।