বুয়েনস আইরেস: চোট সারিয়ে টিমে ফিরছেন মেসি (Lionel Messi)। ব্রাজিলের (Brazil) বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে শুরু থেকে খেলবেন তিনি। এই ম্যাচে যাঁর সঙ্গে হতে পারত টক্কর, সেই নেইমার (Neymar) আবার ছিটকে গেলেন থাই মাসলের চোট নিয়ে। ব্রাজিল ইতিমধ্যেই কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে। আর্জেন্টিনার (Argentina) কাছে এই ম্যাচটা গুরুত্বপূর্ণ।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni) জানিয়েছেন, হাঁটু ও হ্যামস্ট্রিংয়ের চোট পুরোপুরি সেরে গিয়েছে মেসির। যদিও উরুগুয়ের (Uruguay) বিরুদ্ধে প্রাক বিশ্বকাপে ১-০ জেতা ম্যাচের শেষ দিকে কিছুক্ষণ খেলেছিলেন মেসি। স্কালোনির কথায়, ‘উরুগুয়ে ম্যাচেও ও ফিট ছিল। সেই কারণে ওকে শেষ দিকে কিছুক্ষণ খেলিয়েছিলাম। ও ব্রাজিল ম্যাচের শুরু থেকেই খেলবে।’
সান জুয়ানের এই ম্য়াচ ঘিরে ব্যাপক আগ্রহ রয়েছে সব মহলেই। কোপা আমেরিকাতে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা। তারপর আবার মুখোমুখি দুই টিম। আর তার মুখ্য আকর্ষণ বরাবরের মতো মেসি ও নেইমার। কিন্তু ব্রাজিলিয়ান তারকা খেলতে না পারায় কিছুটা হলেও হতাশ ভক্তরা। তিতে অবশ্য ঝুঁকি নিতে নারাজ। প্র্যাক্টিসে চোট পাওয়ার পর আর তাঁকে টিমে রাখেননি তিতে।
টিম ঘোষণার পর ব্রাজিল ফুটবল ফেডারেশনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নেইমার জানিয়েছে, চোটটা নিয়ে ও একটু ভয়ে আছে। যে হেতু আর্জেন্টিনা ম্যাচের আগে হাতে একেবারে সময় নেই, তাই ওকে নিয়ে পরীক্ষানিরীক্ষা করারও জায়গা নেই। সেই কারণে ওকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিমের সঙ্গে ও সান জুয়ান যাচ্ছে না।
লাতিন আমেরিকার ১০ টিমের গ্রুপ টেবলে দুইয়ে আছে আর্জেন্টিনা। ব্রাজিলের থেকে ৬ পয়েন্ট পিছনে। চারটে টিম যোগ্যতা অর্জন করবে বিশ্বকাপে। ব্রাজিলকে হারাতে পারলেই মেসিদের কাজটা সহজ হয়ে যাবে। এমনিতে গত ২৬টা ম্যাচ হারেনি আর্জেন্টিনা। তাই স্কালোনির টিমের বিশ্বাস, নেইমারহীন ব্রাজিলকে এ বারও হারাতে পারবে তাঁর টিম।