Lionel Messi, Barcelona : মেসিকে বার্সেলোনায় ফিরতে সাহায্য করবে ইন্টার মায়ামি!
লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্কটা শুধুমাত্র ফুটবলে সীমাবদ্ধ নেই। এই ক্লাবের জার্সিতে চারা গাছ থেকে বৃক্ষ হয়ে উঠেছেন তিনি। যার ফল কুড়োচ্ছে ফুটবল বিশ্ব।

কলকাতা : পরিস্থিতি সঙ্গ দিলে ফের একবার বার্সেলোনার (Barcelona) জার্সি গায়ে চড়াতে পারতেন তিনি। সম্ভাবনা দেখা দিলেও শেষমেশ হয়ে ওঠেনি। পিএসজির সঙ্গে চুক্তি শেষের পর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। ইন্টার মায়ামির হয়ে অভিষেক হয়েছে এখনও ১৫টা দিনও হয়নি। এরই মধ্যে লিওর বার্সায় ফেরার জল্পনা ছড়িয়ে পড়েছে ইতিউতি। শোনা যাচ্ছে, লোনে ইন্টার মায়ামি থেকে বার্সেলোনায় ফিরতে পারেন তিনি। এই জল্পনা জোরদার হতেই মুখ খুলেছেন ইন্টার মায়ামির (Inter Miami) সহ-মালিক জর্জ মাস। তিনি বলেছেন, আমেরিকান ক্লাব সবরকম সাহায্য করবে মেসিকে ক্যাম্প ন্যু’য়ে পাঠাতে! ব্যাপারটা কী? মেসিকে বার্সায় পাঠাতে কেন রাজি ইন্টার মায়ামি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্কটা শুধুমাত্র ফুটবলে সীমাবদ্ধ নেই। এই ক্লাবের জার্সিতে চারা গাছ থেকে বৃক্ষ হয়ে উঠেছেন তিনি। যার ফল কুড়োচ্ছে ফুটবল বিশ্ব। মাত্র ১০ বছর বয়সে আর্জেন্টিনা থেকে স্পেনে গিয়ে বার্সেলোনার যুব অ্যাকাডেমিতে যোগ দেন। এরপর কাতালান ক্লাবটির হয়ে ফুটবল কেরিয়ারের অধিকাংশ বেশিরভাগ সময় কাটিয়েছেন। বার্সার জার্সি গায়ে কত শত ট্রফি, খেতাব, রেকর্ড, কয়েকশো গোলের মালিক তিনি। বছর দুয়েক আগে আর্থিক কারণে বাধ্য হয়ে ক্লাব ছাড়তে হয় মেসিকে। চোখের জলে ক্লাবকে বিদায় জানিয়েছিলেন। তাঁর মতো মহাতারকাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। বর্তমানে শোনা যাচ্ছে, ক্লাবে পুনরায় যোগদান না করলেও মেসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে চায় ক্যাম্প ন্যু। সেই প্রসঙ্গে ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার জর্জ মাস বলেছেন, “বার্সেলোনার তরফে যথাযথ বিদায় অনুষ্ঠান মেসির প্রাপ্য। এতে আমি সাহায্য করব।”
তিনি বলেছেন, “আমি জানি না এটা প্রীতি ম্যাচ নাকি ফেয়ারওয়েল ম্যাচ হবে। ওরা গ্রীষ্মের সময় গ্যাম্পার ট্রফি খেলে। তবে সেটা হবে ক্যাম্প ন্যু খোলার পর। আপাতত দেড় বছর স্টেডিয়াম খোলা হবে না। আশা করি লিওনেল মেসি যথাযোগ্য বিদায়ী সম্মান পাবেন। তবে এটা কিন্তু বার্সেলোনার হয়ে খেলা নয়। ও লোনে যাচ্ছে না। এমনটা কখনও হবে না। একটি যথাযথ বিদায়ী অনুষ্ঠান ওর প্রাপ্য। আমার ক্ষমতায় যতটুকু কুলোবে আমি ওঁকে সেটা পেতে সাহায্য করব। “





