Lionel Messi: অভিনয়ে অভিষেক, আর্জেন্টিনার টেলিভিশন সিরিজে লিও মেসি

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 26, 2023 | 10:34 PM

Lionel Messi Acting Debut: কেরিয়ারে তাঁর প্রাপ্তির ভাড়ার পূর্ণ। সাত বার ব্যালন ডি'অর জিতেছেন। কেরিয়ারে অপ্রাপ্তি ছিল বিশ্বকাপ। কাতারে সেটাও পূর্ণ হয়েছে।

Lionel Messi: অভিনয়ে অভিষেক, আর্জেন্টিনার টেলিভিশন সিরিজে লিও মেসি
Image Credit source: Instagram

Follow Us

রোজারিও: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ডেভিড বেকহ্যাম, নেইমারের মতো ফুটবল তারকাকে আগেই দেখা গিয়েছিল। কেউ বা ভিডিয়ো অ্যালবামে অভিনয় করেছেন, নেইমারকে দেখা গিয়েছে জনপ্রিয় স্প্যানিশ ওয়েব সিরিজ মানি হায়েস্টে। এ বার অভিনয়ে অভিষেক লিওনেল মেসির। কেরিয়ারে তাঁর প্রাপ্তির ভাড়ার পূর্ণ। সাত বার ব্যালন ডি’অর জিতেছেন। কেরিয়ারে অপ্রাপ্তি ছিল বিশ্বকাপ। কাতারে সেটাও পূর্ণ হয়েছে। কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে হতাশার হারে শুরু হলেও শেষ অবধি চ্যাম্পিয়ন হয় মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। এ বার আরও একটা ক্ষেত্রে পা রাখলেন লিও মেসি। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আর্জেন্টিনার দর্শকরা অভিভূত মেসির অভিনয়ে। ক্লাব ফুটবলে মেসি নতুন মরসুমে যোগ দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। তার আগে আর্জেন্টিনায় ছুটি কাটাচ্ছেন লিও। সেখানেই জন্মদিনও পালন করেন। সুপার সানডে-তে মেসিকে দেখা গিয়েছে আর্জেন্টিনার জনপ্রিয় টিভি সিরিজ লস প্রোটেক্টোরেস-এ। এই সিরিজটি স্টার+ এর এক্সক্লুসিভ। সিরিজে দেখা গিয়েছে, তিনজন ফুটবল এজেন্ট একসঙ্গে বসেছেন। নিজেদের কেরিয়ার এবং দেওলিয়া হওয়া থেকে বাঁচতে পরিকল্পনা গড়ছেন।

সিজন টু এর প্রথম এপিসোডে দেখা গিয়েছে, এই তিনজন ফুটবল এজেন্ট পাড়ি দিয়েছেন প্যারিসে। লিওনেল মেসির সঙ্গে একটি পরিকল্পনা নিয়ে দেখা করছেন তাঁরা। তরুণ প্লেয়ারদের তুলে আনার একটি প্রোজেক্টে কাজ করার জন্য মেসিকে প্রস্তাব দিচ্ছেন। এই অবধি সব ঠিকই ছিল, গন্ডগোল বাঁধে অন্য কারণে। এই তিনজন মেসির সঙ্গে ছবি তোলা নিয়ে ধস্তাধস্তি করেন, তাঁকে হেনস্থা করেন।

Next Article