
আবু ধাবি: কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) অপেক্ষার প্রহর শেষের পথে। বিশ্বকাপের আঁচ বাড়ছে ক্রমশ। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমারের মতো তারকারা নামবেন। তার আগে অপরাজেয় তকমা ধরে রাখল আর্জেন্টিনা (Argentina)। শুধু তাই নয়, প্রস্তুতি ম্যাচে ৫ গোলের বড় ব্যবধানে জয়। গোল করলেন অধিনায়ক লিওনেল মেসিও (Lionel Messi)। বিশ্বকাপ শুরুর আগে যা নিঃসন্দেহে প্রত্যাশা বাড়াবে আর্জেন্টিনা সমর্থকদের। আরও স্বস্তির খবর, লিওনেল মেসি পুরো সময়ই খেললেন। আবু ধাবিতে মেসির গোল, টানা ৩৬ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। কেমন হল প্রস্তুতি…। খোঁজ দিচ্ছে TV9Bangla।
ডি মারিয়ার জোড়া গোল, জুলিয়ান আলভারেজ, জোয়াকিন করেয়া এবং লিওনেল মেসির একটি করে গোলে আরব আমিরশাহিকে ৫-০ ব্যবধানে হারাল আর্জেন্টিনা। শুধু গোল করলেন তাই নয়, করালেনও মেসি। আবু ধাবির মহম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে এই ম্যাচ ঘিরে আগ্রহের অভাব ছিল না। লিওনেল মেসির মতো তারকাকে দেখতে ভিড় জমিয়েছিলেন ফুটবলপ্রেমীরা। গ্যালারির চিৎকার ক্রমশ শব্দব্রহ্মে পরিণত হল বিরতির কিছু সময় আগে। অ্যাঞ্জেল ডি মারিয়ার সাজানো পাস। প্রতিপক্ষ গোলকিপারকে পরাস্থ করলেই মেসির নামে গোল। ম্যাচের ১৭ মিনিটে এমন সুযোগ পেয়েও গোল করেননি মেসি। বরং তরুণ ফুটবলা আলভারেজের দিকে পাস বাড়িয়ে দিলেন অধিনায়ক মেসি। জুলিয়ান আলভারেজের গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা।
আর্জেন্টিনার হয়ে ব্যবধান বাড়ান ডি মারিয়া। মার্কোস আকুনার ক্রসে অনবদ্য ভলিতে গোল করেন ডি মারিয়া। মাস খানেক আগেও হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন। ডি মারিয়ার বিশ্বকাপ খেলা নিয়েই সংশয় ছিল। এই ম্যাচে জোড়া গোল এবং পারফরম্যান্স আর্জেন্টিনা শিবিরে স্বস্তি ফেরালো। বিশেষত তাঁর দ্বিতীয় গোলের কথা বলতেই হয়। কয়েকজনকে কাটিয়ে অনবদ্য গোল ডি মারিয়ার। ম্যাচে প্রাণ ফিরল মেসির গোলে। বিরতির ঠিক আগে। ডি মারিয়ার পাস থেকে গোল বক্সের কর্নারে অনবদ্য শট মেসির। এলএম টেনের গোল গ্যালারির প্রত্যাশা পূরণ করে। ৬০ মিনিটে আর্জেন্টিনার হয়ে পঞ্চম গোল পরিবর্ত হিসেবে নামা করেয়ার।
আর মাত্র একদিন। এরপরই আবু ধাবির পর্ব চুকিয়ে কাতারে পা রাখবে মেসির আর্জেন্টিনা। লিও মেসির সঙ্গী হবে কয়েক কোটি ভক্তের প্রত্য়াশা। ২২ নভেম্বর আর্জেন্টিনার প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সৌদি আরব।