UEFA Champions League 2021-22: শেষ ষোলোতেই মেসি-রোনাল্ডো দ্বৈরথ

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Dec 13, 2021 | 6:21 PM

মুখোমুখি লড়াইয়ে ৩৬বার একে অপরের বিরুদ্ধে নেমেছেন বিশ্ব ফুটবলের দুই তারকা। পারফরম্যান্সের নিরিখে মেসি কিছুটা হলেও এগিয়ে রয়েছেন। বোনাল্ডোর বিরুদ্ধে মেসি ২২টা গোল করেছেন, করিয়েছেন ১২টা। মেসির বিরুদ্ধে আবার রোনাল্ডো ২১টা গোল করেছেন। করিয়েছেন ১টা। আর শুধু চ্যাম্পিয়ন্স লিগ ধরলে রোনাল্ডোর বিরুদ্ধে ৬ ম্যাচে মেসির গোল ৩। রোনাল্ডোর আবার ২ গোল।

UEFA Champions League 2021-22: শেষ ষোলোতেই মেসি-রোনাল্ডো দ্বৈরথ
মেসি বনাম রোনাল্ডো। ছবি: টুইটার

Follow Us

নিয়ন: চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) আবার লিওনেল মেসি (Lionel Messi) বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। দুই তারকার মহাযুদ্ধ দেখা যাবে প্রি-কোয়ার্টার ফাইনালে। আর এই ম্যাচ নিয়ে এখন থেকেই ইউরোপে উত্তাপ ছড়াতে শুরু করল। ২০১৮-১৯ মরসুমে শেষ ১৬-তে মুখোমুখি হয়েছিল এই দুই ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ও প্যারিস সাঁ জাঁ (Paris Saint Germain)। কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল রেড ডেভিলসরা। এ বার অবশ্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের থেকে ধারেভারে অনেক এগিয়ে থাকবে মেসির পিএসজি।

 

গত চ্যাম্পিয়ন্স লিগেই মেসি-রোনাল্ডোর দেখা হয়েছিল। জুভেন্তাসের হয়ে রোনাল্ডো জোড়া গোল করেছিলেন। মেসির বার্সেলোনাকে ৩-০ হারিয়েছিল তুরিনের ক্লাব। কিন্তু এ বারের পরিস্থিতি একেবারে আলাদা। মেসি যেমন বার্সা ছেড়ে এসেছেন পিএসজিতে, তেমনই জুভেন্তাস ছেড়ে ছেলেবেলার ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে রোনাল্ডো। সিআর সেভেন ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পরই লা লিগায় মেসি-রোনাল্ডো দ্বৈরথ বন্ধ হয়ে গিয়েছিল। আবার ফিরতে চলেছে।

 

 

 

১৫ ফেব্রুয়ারি ঘরের মাঠে রোনাল্ডোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে সামলাবেন মেসি-এমবাপেরা। ৮ মার্চ ফিতি ম্যাচ। দীর্ঘদিন পর ঘরের ছেলে ম্যাঞ্চেস্টারে ফিরে গোল করে চলেছেন। সব মিলিয়ে ১৩ গোল করে ফেলেছেন তিনি। সেখানে মেসির ফর্ম নিয়ে শুরুতে একটু দুশ্চিন্তা ছিল। চোট আঘাত থেকে প্যারিসের সঙ্গে মানিয়ে নেওয়া, বারবার সমস্যায় ফেলেছে মেসিকে। তবে সব সমস্যা মিটিয়ে মেসি এখন বেশ ফর্মে আছেন। সদ্য কেরিয়ারের সপ্তম ব্যআলন ডি’ওর জিতেছেন তিনি।

 

 

মুখোমুখি লড়াইয়ে ৩৬বার একে অপরের বিরুদ্ধে নেমেছেন বিশ্ব ফুটবলের দুই তারকা। পারফরম্যান্সের নিরিখে মেসি কিছুটা হলেও এগিয়ে রয়েছেন। বোনাল্ডোর বিরুদ্ধে মেসি ২২টা গোল করেছেন, করিয়েছেন ১২টা। মেসির বিরুদ্ধে আবার রোনাল্ডো ২১টা গোল করেছেন। করিয়েছেন ১টা। আর শুধু চ্যাম্পিয়ন্স লিগ ধরলে রোনাল্ডোর বিরুদ্ধে ৬ ম্যাচে মেসির গোল ৩। রোনাল্ডোর আবার ২ গোল। রেকর্ড যাই থাকুক না কেন, এ বারের চ্যাম্পিয়ন্স লিগে মেসি-রোনাল্ডো লড়াই ইউরোপিয়ান ফুটবলে একেবারে জমজমাট।

 

চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টারে কে কার মুখে…

  • বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদ
  • ভিয়ারিয়াল বনাম ম্যাঞ্চেস্টার সিটি
  • আতলেতিকো মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ
  • এফসি সাল্সবার্গ বনাম লিভারপুল
  • ইন্টার মিলান বনাম আয়াক্স
  • স্পোর্টিং সিপি বনাম জুভেন্তাস
  • চেলসি বনাম লিল
  • পিএসজি বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
Next Article