সব কিছু ঠিক থাকলে অপেক্ষা আর কয়েক ঘণ্টার। ইন্টার মায়ামিতে অভিষেক হতে পারে লিওনেল মেসির। লিগস কাপে মেজর লিগ সকারের টিম ইন্টার মায়ামি খেলবে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিরুদ্ধে। সেই ম্যাচেই আমেরিকার ক্লাবের হয়ে অভিষেক হতে পারে লিও মেসির। ফ্লোরিডায় আজ শুক্রবার ম্যাচ। তবে ভারতীয় সময় অনুযায়ী শনিবার সকাল (কাল) ৫.৩০টায় শুরু এই ম্যাচ। মেসির অভিষেক ম্যাচ প্রসঙ্গে বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রেকর্ড সাত বার ব্যালন ডি’অর জিতেছেন লিও মেসি। এ বছরই ফরাসি ক্লাব পিএসজি থেকে ইন্টার মায়ামিতে সই করেছেন মেসি। ইন্টার মায়ামির কোচ জেরার্ডো (টাটা) মার্টিনো। আর্জেন্টিনার কোচ ছিলেন তিনি। স্প্যানিশ ক্লাব বার্সেলোবারও কোচ ছিলেন টাটা মার্টিনো। প্রাক্তন কোচের সঙ্গে এ বার ক্লাব ফুটবলে জুটি বাঁধছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিও মেসি। শুধুমাত্র মার্টিনো কিংবা মেসিরই পুনর্মিলন নয়, মায়ামিতে আরও রয়েছে। বার্সেলোনায় মেসির সতীর্থ সের্গিও বুস্কেতস এবং জোর্ডি আলবাও ইন্টার মায়ামিতে রয়েছেন।
ইংল্যান্ড তথা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম এমএলএসের ক্লাব ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার। তিনিই ইঙ্গিত দিয়েছেন, এই ম্যাচে অভিষেক হতে পারে মেসির। বেকহ্যাম বলেন, ‘ম্যাচে কিছুটা সময় খেলবে লিও। তবে সবটাই নির্ভর করছে কোচের সিদ্ধান্তর ওপর। মেসি খেলার জন্য প্রস্তুত কিনা সেটাও দেখতে হবে। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে মাত্র কয়েকটা দিন পেয়েছে প্রস্তুতির জন্য। অনুশীলনে ওকে দেখে তৈরি মনে হয়েছে।’
ইন্টার মায়ামি বনাম ক্রুজ আজুলের এই ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী কাল সকাল ৫.৩০টায়। ম্যাচটি ভারতে অ্যাপল টিভি প্লাস ব্যবহারকারীরা দেখতে পাবেন। এর জন্য সাবস্ক্রিবশন নিতে হবে। যদিও ভারতীয় ফুটবল প্রেমীদের কাছে কোনও চ্যানেল বা অন্য কোনও সম্প্রচারের বিকল্প নেই। ফলে সকলেই এই ম্যাচ দেখার সুযোগ পাবেন, তা নয়।