CFL 2022: অপরাজিত থেকেই কলকাতা লিগ চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং

Stephen Constantine: আইএসএলে ডার্বি হারের পর কলকাতা লিগে মিনি ডার্বিতেও আটকে গেল ইস্টবেঙ্গল। রিজার্ভ দলের থেকে আরও কয়েকজন ফুটবলারকে সিনিয়র দলে অনুশীলন করাতে পারেন স্টিফেন কনস্ট্যান্টাইন।

CFL 2022: অপরাজিত থেকেই কলকাতা লিগ চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং
Image Credit source: MSC
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2022 | 6:32 PM

কলকাতা: খেতাব আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল মহমেডানের (Mohammedan SC)। নিয়মরক্ষার মিনি ডার্বি নেহাতই মর্যাদার হয়ে উঠেছিল ইস্টবেঙ্গলের (East Bengal) কাছে। সেই নিয়মরক্ষার মিনি ডার্বিও শেষ হল অমীমাংসিত ভাবে। কিশোরভারতী স্টেডিয়ামে সুপার সিক্সে ইস্টবেঙ্গল-মহমেডান স্পোর্টিংয়ের ম্যাচ শেষ ১-১ গোলে। খেলার একেবারে শেষ মুহূর্তে গোল পরিশোধ মহমেডানের ফজলু রহমানের। শেষ মিনিটে গোল হজম না করলে, ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত বিনো জর্জের দল। ইস্টবেঙ্গলে মূলত রিজার্ভ দলের ফুটবলাররাই খেলেন কলকাতা লিগে। সিনিয়র দল থেকে কয়েকজন ফুটবলার খেলেন লিগে। দলের খেলা দেখতে কিশোরভারতীতে এসেছিলেন ইস্টবেঙ্গলের হেড কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine)

মার্কাস জোসেফ, ওসুমানেদের বিরুদ্ধে অবশ্য ভালোই লড়াই চালায় বিদেশিহীন ইস্টবেঙ্গল। ম্যাচে অবশ্য প্রাধান্য ছিল মহমেডানেরই। তবে প্রথমার্ধে বেশ লড়াকু ফুটবল খেলেন জেসিন, শুভম, বিবেকরা। খেলার ৩৪ মিনিটে বিবেক সিংয়ের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। জেসিনের পাস থেকে গোল করেন বিবেক। চোট পেয়ে জেসিন উঠে যেতেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় মহমেডান। দ্বিতীয়ার্ধ জুড়ে সাদা-কালো ফুটবলাররা দাপট দেখাতে থাকেন। মার্কাস, ডেমেলো, মিলন সিংরা একের পর এক আক্রমণ শানাতে থাকেন লাল-হলুদ রক্ষণে। নবি, রাকিপ, অতুলরা সারাক্ষণ ব্যস্ত থাকেন। মূলত কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলতে থাকে বিনো জর্জের দল।

একটা সময় মনে হচ্ছিল, মহমেডানের লিগ জয়ের আনন্দ কিছুটা ফিকে করে দেবেন নিরঞ্জন, আঙ্গুসানারা। ইনজুরি টাইমেই অবশেষে গোলের দেখা পায় মহমেডান। পরিবর্ত হিসেবে মাঠে নামা ফজলু রহমান ১-১ করেন। মহমেডানের আরও একটি প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে। টানা দু’বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং। অপরাজিত থেকেই খেতাব মুঠোয় করল সাদা-কালো ব্রিগেড। ম্যাচ শেষে সেলিব্রেশন ফৈয়াজ, মার্কাসদের। অন্য দিকে আইএসএলে ডার্বি হারের পর কলকাতা লিগে মিনি ডার্বিতেও আটকে গেল ইস্টবেঙ্গল। রিজার্ভ দলের থেকে আরও কয়েকজন ফুটবলারকে সিনিয়র দলে অনুশীলন করাতে পারেন স্টিফেন কনস্ট্যান্টাইন।