Durand Cup 2021: ডুরান্ড কাপেই ‘আইএসএল’ জয়ের স্বপ্ন মহমেডানের

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Oct 02, 2021 | 6:41 PM

রবিবারের ম্যাচটা শুধু মহমেডান-এফসি গোয়াতে সীমাবদ্ধ নেই। বাংলা বনাম গোয়া ফুটবলের সেই চিরাচরিত লড়াই। আই লিগ বনাম আইএসএলের দল। পূর্ণ শক্তির দল নিয়েই ডুরান্ড খেলতে এসেছে এফসি গোয়া। এদু বেদিয়াদের সামলানো যে কঠিন, তা ভালোই জানেন মহমেডান কোচ আন্দ্রে চের্নিশভ। কিন্তু এটাই জানেন, রবিবারের ম্যাচ জিততে পারলে আলোর রোশনাইয়ে ভরে যাবে সাদা-কালো।

Durand Cup 2021: ডুরান্ড কাপেই আইএসএল জয়ের স্বপ্ন মহমেডানের
মহমেডান স্পোর্টিং। ছবি: মহমেডান মিডিয়া

Follow Us

কলকাতা: অনেক বছর বাদে ভিড় জমছে রেড রোডের পাশের ক্লাবে। প্রত্যেকের ডেস্টিনেশন একটাই। মিশন ডুরান্ড কাপ। মহমেডান (Mohammedan Sporting) তাঁবুর আশেপাশে প্রত্যেকের মুখে একটাই জিজ্ঞাসা, ‘দাদা একটা টিকিট হবে?’ প্রিয় দল ডুরান্ড ফাইনালে। কোভিডের পর দর্শক ফিরেছে গ্যালারিতে। রবিবাসরীয় যুবভারতীতে প্রিয় দলের জন্য গলা ফাটাতে প্রস্তুত প্রত্যেকে। উত্তেজনায় ফুটছেন মহমেডান কোচ থেকে ফুটবলাররাও। রাশিয়ান কোচের মুখেও ‘জান জান মহমেডান’। কর্তারা বলে দিয়েছেন, চ্যাম্পিয়ন হলেই গোটা টিমের জন্য থাকছে সারপ্রাইজ।

খিদিরপুর থেকে পার্ক সার্কাস সব জায়গায় ম্যাটাডোর জড়ো হচ্ছে। সাদা-কালো পতাকা নিয়ে রবিবাসরীয় বিকেলে যুবভারতীতে ফয়জল, ফৈয়াজদের জন্য গলা ফাটাতে তৈরি মহমেডান সমর্থকরা। নিকোলা, মার্কাসদের জন্য গ্যালারিতে আওয়াজ তুলতে তৈরি ইস্ট-মোহন সমর্থকরাও। এমনকি শনিবার মহমেডান অনুশীলনে ফুটবলারদের উদ্বুদ্ধ করতে যান ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারও। সেমিফাইনালে মহমেডানের জন্য গ্যালারিতে এসেছিলেন দুই প্রধানের সমর্থকরা। রবি সন্ধ্যাতেও তাঁরা মাঠে আসতে তৈরি। মহমেডান কর্তারা টিকিট বিলিয়েও চাহিদা পূরণ করতে পারছেন না। কোভিড বিধি মেনে ৪৪ হাজার দর্শক থাকবে যুবভারতীতে। আর সেই ৪৪ হাজারের গর্জন শুধুমাত্র একটা দলের জন্যই। বাংলার ফুটবলে এমন দৃশ্য খুব কমই দেখা যায়। এক প্রধানের জন্য মাঠে হাজির হচ্ছে বাকি দুই প্রধানের সমর্থকরাও। বাংলার ফুটবলে জোয়ার আনতে তিন প্রধানকে এক করে দিয়েছে মহমেডান স্পোর্টিং।

রবিবারের ম্যাচটা শুধু মহমেডান-এফসি গোয়াতে সীমাবদ্ধ নেই। বাংলা বনাম গোয়া ফুটবলের সেই চিরাচরিত লড়াই। আই লিগ বনাম আইএসএলের দল। পূর্ণ শক্তির দল নিয়েই ডুরান্ড খেলতে এসেছে এফসি গোয়া। এদু বেদিয়াদের সামলানো যে কঠিন, তা ভালোই জানেন মহমেডান কোচ আন্দ্রে চের্নিশভ। কিন্তু এটাই জানেন, রবিবারের ম্যাচ জিততে পারলে আলোর রোশনাইয়ে ভরে যাবে সাদা-কালো।

এদু বেদিয়া, রিপোল, ইভান গঞ্জালেজ সমৃদ্ধ এফসি গোয়াকে ওড়াতে অঙ্ক সাজিয়ে রেখেছেন চের্নিশভ। সার্বিয়ান মিডিও নিকোলা স্তোজানোভিচ মহমেডানের প্রাণভ্রোমরা। রবিবারের হাইভোল্টেজ ম্যাচে তাঁর কাঁধে থাকছে গুরুদায়িত্ব। আত্মবিশ্বাসের সুর গোটা সাদা-কালো ব্রিগেডের মুখে। কোচ চের্নিশভ বলছেন, ‘বিপক্ষ দলকে সম্মান করছি। তবে ভয় পাচ্ছি না।’ এই ডাকাবুকো হুঙ্কারই বুঝিয়ে দিচ্ছে এ বারের মহমেডান কতটা আলাদা। ট্রফি জিততে কতটা মরিয়া। রবিবাসরীয় সন্ধ্যায় গোয়ার আইএসএলের দলকে উড়িয়ে বাংলার ফুটবলে ফের জোয়ার তুলতে তৈরি শতাব্দীপ্রাচীন মহমেডান স্পোর্টিং।

 

আরও পড়ুন: ISSF World Cup: জুনিয়র শুটিং বিশ্বকাপের স্কিটে সোনা ভারতের

Next Article