Mohammedan Sporting: ব্যর্থতার দায়ে ছাঁটাই আই লিগজয়ী কোচকে, দায়িত্বে কাশ্মীরের প্রাক্তন ফুটবলার

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Feb 21, 2023 | 2:30 PM

সোমবারই মহমেডান স্পোর্টিংয়ের নতুন কার্যকরী কমিটি তৈরি হয়। মঙ্গলবারই সেই নতুন কমিটি নিয়ে কঠিনতম সিদ্ধান্ত।

Mohammedan Sporting: ব্যর্থতার দায়ে ছাঁটাই আই লিগজয়ী কোচকে, দায়িত্বে কাশ্মীরের প্রাক্তন ফুটবলার
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: আন্দাজ করা গিয়েছিল আগেই। তাই সত্যি হল। টানা ব্যর্থতার দায়ে মহমেডান স্পোর্টিংয়ের কোচের পদ থেকে ছাঁটাই করা হল কিবু ভিকুনাকে (Kibu Vicuna)। ক্লাবে ডেকে স্প্যানিশ কোচের সঙ্গে ‘গোল্ডেন হ্যান্ডশেক’ সেরে ফেলেন সাদা-কালো কর্তারা। এ বারের আই লিগে (I League) একেবারে জঘন্য পারফরম্যান্স সাদা-কালো শিবিরের (Mohammedan Sporting)। ১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নয় নম্বরে আছেন মার্কাস যোশেফরা। আই লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে উঠতে বাকি চার ম্যাচই এখন ডু অর ডাই মহমেডানের সামনে। দলের শোচনীয় পারফরম্যান্স দেখার পর ভিকুনাকে ছেঁটে ফেললেন সাদা-কালো কর্তারা। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

সোমবারই মহমেডান স্পোর্টিংয়ের নতুন কার্যকরী কমিটি তৈরি হয়। মঙ্গলবারই সেই নতুন কমিটি নিয়ে কঠিনতম সিদ্ধান্ত। ভিকুনাকে ক্লাবকে ডেকে তাঁকে বলে দেওয়া হয়, আর কোচ হিসেবে তাঁকে রাখা হচ্ছে না। দলের খারাপ পারফরম্যান্স্ের কারণেই সরিয়ে হল তাঁকে, তাও বলেছেন কর্তারা। সাদা-কালোর এক কর্তা বললেন, ‘অনেক আশা নিয়ে ভিকুনাকে কোচ করা হয়েছিল। কিন্তু উনি সেই মর্যাদা রাখতে পারেনিন‌। ম্যাচে ফুটবলারদেরও ঠিক ভাবে খেলাচ্ছিল না। নিকোলা, মার্কাসের মতো বিদেশিদের ঠিকঠাক ব্যবহারই করা হচ্ছিল না। তাই আমাদের কমিটি ওকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।’

২০১৯-২০ মরসুমে মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করেছিলেন কিবু। এরপর আইএসএলে কেরালা ব্লাস্টার্সে কোচিং করান স্প্যানিশ কোচ। তেমন সাফল্য পাননি। কলকাতা লিগের প্রথম ডিভিশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসিতে এরপর কোচিং করান কিবু। আই লিগে তাঁকে কোচ করে মহমেডান। কিন্তু দল সাফল্য না পাওয়ায় তাঁকে ছেঁটে ফেললেন কর্তারা।

মহমেডান স্পোর্টিংয়ের নতুন কোচ হলেন মেহরাজউদ্দিন ওয়াডু। কাশ্মীরের ফুটবলার ইস্টবেঙ্গল-মোহনবাগানে দীর্ঘদিন খেলেছেন। সাদা-কালো জার্সিতে খেলেছেন। তিন প্রধানে খেলা এই প্রাক্তন ফুটবলার মঙ্গলবারই দল নিয়ে অনুশীলনে নেমে পড়েছেন। রাজারহাটের এক্সিলেন্স সেন্টারে অনুশীলন করে সাদা-কালো ব্রিগেড‌। ২৪ তারিখ ঘরের মাঠে শ্রীনিধি ডেকানের সঙ্গে ম্যাচ মহমেডান স্পোর্টিংয়ের। ওই ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে চাইছে টিম।

Next Article