East Bengal: আইএসএল ডার্বিতে ইস্টবেঙ্গল কোচের নজরে ‘আট’ পয়েন্ট!

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 02, 2024 | 5:15 PM

Carles Cuadrat on ISL Derby: মরসুমের শুরুতে ডুরান্ড কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সেই ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। টানা আটটি ডার্বি হারের পর জয়ের স্বাদ পেয়েছিল লাল-হলুদ। ডুরান্ড ফাইনালে ফের ডার্বি, সে বার ফল মোহনবাগানের পক্ষে যায়। কলিঙ্গ সুপার কাপের গ্রুপ পর্বে মোহনবাগানকে ৩-১ ব্য়বধানে হারিয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে দেয় ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগ ডার্বির আগে লক্ষ্য পরিষ্কার করে রেখেছেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত।

East Bengal: আইএসএল ডার্বিতে ইস্টবেঙ্গল কোচের নজরে আট পয়েন্ট!
Image Credit source: ISL

Follow Us

কলকাতা: সদ্য কলিঙ্গ সুপার কাপ জিতেছে ইস্টবেঙ্গল। ফাইনালে ওডিশা এফসির বিরুদ্ধে এক্সট্রা টাইমে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে লাল-হলুদ। এ বার আইএসএলে ফোকাস ঘোরাতে হচ্ছে। আর দ্বিতীয় পর্বের শুরুতেই কলকাতা ডার্বি। এ মরসুমে এখনও অবধি তিন বার মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এর মধ্যে দু-বার জিতেছে ইস্টবেঙ্গল। গত কয়েক বছরের পরিসংখ্যান দেখলে যা বিরল। শনিবাসরীয় ডার্বির আগে নিজের এবং টিমের লক্ষ্যের কথা খোলসা করলেন কার্লেস কুয়াদ্রাত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ডার্বি হোক বা অন্য কোনও ম্যাচ। জিতলে তিন পয়েন্টই আসবে। তা হলে কার্লেস কুয়াদ্রাতের আট পয়েন্ট কেন! ডার্বির আগে সতর্ক ইস্টবেঙ্গল কোচ। তারও কারণ রয়েছে। ডার্বি প্রসঙ্গে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত বলছেন, ‘কোনও বড় ব্যবধানে কিংবা ট্রফি জয়ের পর অনেক ক্ষেত্রেই মনোসংযোগে বাধা আসে। এর আগে আমি বেঙ্গালুরুর কোচ থাকাকালীনই হয়েছে। আমরা সদ্য সুপার কাপ জিতেছি। মনোসংযোগে যাতে কোনও ব্যাঘাত না ঘটে, সেটা নিয়েই কাজ করছি। তবে আমার প্লেয়ারদের প্রেরণার অভাব নেই এটুকু বলতে পারি। আরও একটা বড় ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছে ওরা।’

মরসুমের শুরুতে ডুরান্ড কাপের গ্রুপে মুখোমুখি হয়েছিল দু-দল। সেই ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। ডুরান্ড ফাইনালে ফের ডার্বি, সে বার ফল মোহনবাগানের পক্ষে যায়। কলিঙ্গ সুপার কাপের গ্রুপ পর্বে মোহনবাগানকে ৩-১ ব্য়বধানে হারিয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে দেয় ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগ ডার্বির আগে লক্ষ্য প্রসঙ্গে কার্লেস বলেন, ‘পয়েন্ট টেবলে মোহনবাগান আমাদের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে রয়েছে। এই ম্যাচ জিতে আমাদের তিন পয়েন্ট নিতেই হবে। গ্যাপটাকে যতটা সম্ভব কমাতে হবে। আমরা এই ম্যাচে তিন পয়েন্টের লক্ষ্যেই নামব।’

Next Article