Mohun Bagan: পয়লা বৈশাখে সদস্যদের অভিনব নিমন্ত্রণ হাইটেক মোহনবাগানের!
Mohun Bagan Invitation: বাঙাল-ঘটির লড়াই। ইংলিশ-চিংড়ির লড়াই। পয়লা বৈশাখে হয়তো সম্প্রীতির হাওয়া বইবে। দুই ক্লাব শুভেচ্ছা জানাবে একে অপরকে। কিন্তু চোরাস্রোত থেকে যাবে ঠিকই। বাঙালির বর্ষবরণের দিনে অন্য ভাবে নিমন্ত্রণ পাঠাল সবুজ-মেরুন।

কলকাতা: সামনেই বাংলার নববর্ষ। হাতেগোনা আর কয়েকটা দিন বাকি বাঙালির নতুন বছর শুরু হতে। তার আগেই মোহনবাগান দিল নতুন চমক। টেক্কা দিল পড়শি ক্লাব ইস্টবেঙ্গলকে। বাঙালি মানেই ফুটবল। আর ফুটবল মানেই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। বাঙাল-ঘটির লড়াই। ইংলিশ-চিংড়ির লড়াই। পয়লা বৈশাখে হয়তো সম্প্রীতির হাওয়া বইবে। দুই ক্লাব শুভেচ্ছা জানাবে একে অপরকে। কিন্তু চোরাস্রোত থেকে যাবে ঠিকই। বাঙালির বর্ষবরণের দিনে অন্য ভাবে নিমন্ত্রণ পাঠাল সবুজ-মেরুন।
বলাই যেতে পারে, নববর্ষের অনুষ্ঠানকে ঘিরে মোহনবাগান টেক্কা দিতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে। মোহনবাগান ক্লাবের অভিনব উদ্যোগ। মোহনবাগান ক্লাবের সদস্যদের ফোনে পৌঁছে যাচ্ছে এক বিশেষ বার্তা। সেই বার্তায় মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত আমন্ত্রণ জানাচ্ছেন সকল সদস্যদের। মোহনবাগানের এই বছরের বারপুজোয় আসার নিমন্ত্রণ জানাচ্ছেন ফোন মারফত। সকল ক্লাব সদস্যদের কাছে এই ফোন মারফত যাচ্ছে নিমন্ত্রণ পত্র। তাতে দেবাশিস বলছেন, ‘আমি মোহনবাগান ক্লাবের সচিব বলছি। নতুন বছরে ক্লাবে আসুন সবাই। আপনাকে রইল নিমন্ত্রণ।’
নববর্ষের দিন সকালবেলা দুই প্রধানের ক্লাব তাবুতে থাকে সাজো সাজো রব। নববর্ষের দিন সকালে অনুষ্ঠিত হয় বারপুজো। একাধিক সদস্য সমর্থকরা উপস্থিত হন এই দিন ক্লাব তাঁবুতে। প্রাক্তন প্লেয়ার থেকে শুরু করে বর্তমান দলের প্লেয়াররাও উপস্থিত থাকে। আগামী মরসুমে যিনি ক্যাপ্টেন হবেন দলের, তাঁকে দিয়ে করানো হয় পুজো। চলে শান্তির যজ্ঞ। বল যাতে নিজেদের গোল-পোস্টে না ঢোকে তার জন্য চলে আরাধনা। এই প্রথা বহু প্রাচীন। ময়দানের দুই ক্লাবের প্রায় পথচলার সময় থেকেই জড়িয়ে রয়েছে এই বারপুজো। প্রথা মেনে এবারও হবে সে সব। মোহনবাগান ক্লাবে উৎসবের ছোঁয়া থাকবে বেশি।
গত পাঁচ বছরে বাংলার তিন প্রধানের মধ্যে সবচেয়ে সফল মোহনবাগান। একাধিক সাফল্য পেয়েছে গঙ্গাপারের ক্লাব। এসেছে একাধিক সর্বভারতীয় ট্রফি। আইএসএল কাপ, আইএসএল শিল্ড ২বার, ডুরান্ড কাপ। মরসুম এখনও শেষ হয়নি। আরও দুটো ট্রফির হাতছানি এসে যেতে পারে। পয়লা বৈশাখের আগেই, শনিবার এসে যেতে পারে নতুন ট্রফি। বাগানে আরও বেশি থাকবে আনন্দ, উৎসব।
