Mohun Bagan, Juan Ferrando: দলে একাধিক চোট, এএফসি কাপে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফেরান্দো যা বলছেন…

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 27, 2023 | 12:15 AM

AFC CUP, Mohun Bagan Super Giant-Odisha FC: এএফসি কাপে গত দুই ম্যাচে তাল কেটেছে মোহনবাগানের। দুই ম্যাচই ছিল বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে। এ মরসুমের আগে অবধি এই টিমকে সহজেই হারিয়েছে মোহনবাগান। এ বার হোম ম্যাচে ড্র, ঢাকায় অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থেকেও হেরেছে মোহনবাগান। এএফসি কাপে পরের রাউন্ডে যেতে জয় ছাড়া বিকল্প নেই। কোচ ফেরান্দো যা বলছেন...।

Mohun Bagan, Juan Ferrando: দলে একাধিক চোট, এএফসি কাপে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফেরান্দো যা বলছেন...
Image Credit source: ISL

Follow Us

কলকাতা: দুর্দান্ত ছন্দে ছিল মোহনবাগান। ছিল এ কারণেই বলতে হচ্ছে, মোহনবাগানের পাখির চোখ এএফসি কাপ। নতুন মরসুমের শুরুতেই সে কথা জানিয়ে দিয়েছিলেন মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। শুরুটাও দুর্দান্ত হয়। পরপর জেতে সবুজ মেরুন। এএফসি কাপে গত দুই ম্যাচে তাল কেটেছে মোহনবাগানের। দুই ম্যাচই ছিল বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে। এ মরসুমের আগে অবধি এই টিমকে সহজেই হারিয়েছে মোহনবাগান। এ বার হোম ম্যাচে ড্র, ঢাকায় অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থেকেও হেরেছে মোহনবাগান। এএফসি কাপে পরের রাউন্ডে যেতে জয় ছাড়া বিকল্প নেই। কোচ ফেরান্দো যা বলছেন, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এএফসি কাপে আজ সন্ধ্যায় মোহনবাগানের প্রতিপক্ষ ওডিশা এফসি। তাদের বিরুদ্ধে বিশাল জয়েই গ্রুপ পর্ব শুরু করেছিল মোহনবাগান। পরিস্থিতি এখন অন্য। মোহনবাগানে একাধিক চোট। কোচ ফেরান্দো বলছেন, ‘ফুটবলে চোট আঘাত থাকবেই, সেই নিয়েই চলতে হবে। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। কে কে আছে, কে নেই এসব নিয়ে ভাবতে রাজি নই আমি। বরং দলে যারা আছে তাদের নিয়েই পারফর্ম করতে হবে। আমার দলে সবাই গুরুত্বপূর্ণ।’

প্রতিপক্ষ ছন্দে রয়েছে। তা নিয়েও অতিরিক্ত ভাবতে নারাজ ফেরান্দো। নিজের দলেই ফোকাস। বলছেন, ‘ওড়িশা এফসি ভালো দল। ওরা পর পর ম্যাচ জিতছে। আমাদের লক্ষ্য ওদের হারানো। দিমিত্রি পেত্রাতোস না থাকলেও ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলা উল্লেখ যোগ্য। আমাদের লক্ষ্য এই ম্যাচ জিতে গ্রুপ শির্ষে থাকা।’ মোহনবাগান স্ট্রাইকার জেসন কামিংসের কথায়ও একই সুর। বলছেন, ‘এই ম্যাচ আমাদের জিততেই হবে। আমাদের দলে অনেকে আছে যারা নিজেদের দক্ষতায় ম্যাচের রং বদলে দিতে পারে। গোল করে দলকে সাহায্য করতে চাই।’

Next Article