মোহনবাগানে স্বস্তির খবর, বুধবার থেকেই হয়তো বল পায়ে অনুশীলনে আনোয়ার

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 30, 2023 | 8:57 PM

Mohun Bagan News: সামনেই কলিঙ্গ সুপার কাপ। একই গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সুপার কাপে খেলে ম্যাচ ফিট হয়ে উঠতে চান আনোয়ার। যদিও তাঁকে নিয়ে অতিরিক্ত ঝুঁকি নিতে নারাজ মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। তবে বাগান জনতার জন্য অবশ্যই স্বস্তির খবর, চোট কাটিয়ে মাঠে ফিরছেন আনোয়ার। অন্য দিকে, এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত ২৬ দলের ডাক পেয়েছেন মোহনবাগানের সাত ফুটবলার।

মোহনবাগানে স্বস্তির খবর, বুধবার থেকেই হয়তো বল পায়ে অনুশীলনে আনোয়ার
Image Credit source: X

Follow Us

কলকাতা: বছর শেষের আগে কিছুটা যেন স্বস্তির খব মোহনবাগানে। ইন্ডিয়ান সুপার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। এ বারের আইএসএলে শুরুটা ভালো হলেও, হঠাৎই ছন্দপতন মোহনবাগানের। যে দল প্রথম সাত ম্যাচ অপরাজিত ছিল, সেই দলই কিনা হারের হ্যাটট্রিকে বছর শেষ করেছে। মোহনবাগানের পারফরম্যান্স আচমকাই আতস কাচের তলায়। কোচ হুয়ান ফেরান্দোর স্ট্র্যাটেজি নিয়েও উঠছে প্রশ্ন। এছাড়া চোটের কবলে থাকা মোহনবাগানকেও ভুগতে হয়েছে শেষ তিন ম্যাচে। প্রশ্ন হচ্ছে, শক্তিশালী দল থাকা সত্ত্বেও কেন পোক্ত রিজার্ভ বেঞ্চ করেননি ফেরান্দো। মুম্বই, গোয়া, কেরলের কাছে হেরে কোণঠাসা বাগান কোচের স্ট্র্যাটেজি। এর মাঝেই কিছুটা স্বস্তির খবর। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

চোটের কারণে বেশ কয়েক মাস মাঠের বাইরে মোহনবাগানের নির্ভরযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলি। চোট কাটিয়ে রিহ্যাব শুরু করেছেন আনোয়ার। নতুন বছরেই বল পায়ে মাঠে নামছেন। ৩ জানুয়ারি দলের সঙ্গে অনুশীলন শুরু করছেন আনোয়ার। তাঁর চোটে যেমন মোহনবাগানে অস্বস্তি ছিল তেমনই জাতীয় দলেও। চোটের কারণে জাতীয় দলের হয়ে এএফসি এশিয়ান কাপে খেলতে পারবেন না। তাঁকে ছাড়াই দল ঘোষণা করেছেন ইগর স্টিমাচ।

সামনেই কলিঙ্গ সুপার কাপ। একই গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সুপার কাপে খেলে ম্যাচ ফিট হয়ে উঠতে চান আনোয়ার। যদিও তাঁকে নিয়ে অতিরিক্ত ঝুঁকি নিতে নারাজ মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। তবে বাগান জনতার জন্য অবশ্যই স্বস্তির খবর, চোট কাটিয়ে মাঠে ফিরছেন আনোয়ার। অন্য দিকে, এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত ২৬ দলের ডাক পেয়েছেন মোহনবাগানের সাত ফুটবলার। শুভাশিস বসু, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, মনবীররা রয়েছেন জাতীয় দলের স্কোয়াডে।