Bangla NewsSportsFootball Mohun Bagan Super Giant: Few Interesting fact about MBSG new Foreign Player Armando Sadiku
Mohun Bagan: সবুজ মেরুনের নতুন বিদেশি আর্মান্দোর এই বিষয়গুলি জানেন?
Armando Sadiku, MBSG: বিদেশি ফরোয়ার্ড আর্মান্দো সাদিকু দু-বছরের চুক্তিতে মোহনবাগানে সই করেছেন। আলবানিয়ার এই ফুটবলারকে নিয়ে বেশ কিছু তথ্য রয়েছে।
Image Credit source: ISL
Follow Us
গত মরসুমের আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান। তবে সবুজ মেরুন আক্রমণ ভাগে অনেক খামতি দেখা গিয়েছিল। দিমিত্রি পেত্রাতোস ছাড়া কেউ ধারাবাহিকতা দেখাতে পারেননি। এ বার শক্তিশালী দল গড়ায় নজর। কার্যত পুরনো দল ধরে রেখে কয়েকজন তরুণ ফুটবলারকেও সই করানো হয়েছে। তেমনই বিদেশি ফরোয়ার্ড আর্মান্দো সাদিকু দু-বছরের চুক্তিতে মোহনবাগানে সই করেছেন। আলবানিয়ার এই ফুটবলারকে নিয়ে বেশ কিছু তথ্য রয়েছে। যা হয়তো বাংলার ফুটবল প্রেমীদের ভালো লাগার কারণ হতে পারে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সালটা ২০১৬। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রোমানিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল আলবানিয়া। সেই ম্যাচে গোল করেছিলেন আর্মান্দো। আরও নানা তথ্য রইল…
জাকা কানেকশন! সুইৎজারল্যান্ডের মিডফিল্ডার গ্রানিত জাকা এবং টলান্ট জাকার তুতো ভাই আর্মান্দো সাদিকু। গ্রানিত জাকাদেরও জন্ম আলবানিয়াতেই। সুইৎজারল্যান্ডে বেড়ে ওঠা। জাকার মায়ের জন্ম কসভোয়। ফলে তিন দেশের হয়েই খেলার সুযোগ ছিল জাকাদের সামনে।
সর্বাধিক গোল স্কোরার-আলবানিয়া জাতীয় দলের বর্তমান ফুটবলারদের মধ্যে যুগ্ম ভাবে সর্বাধিক গোল স্কোরার মোহনবাগানের নতুন বিদেশি। দেশের হয়ে ৩৮ ম্যাচে করেছেন এক ডজন গোল। ২০১৯ সালের মার্চে শেষ আন্তর্জাতিক গোলটি করেছিলেন সাদিকু।
২০১৬ ইউরোতে আলবানিয়ার নায়ক আর্মান্দো সাদিকু। সে বারও বড় কোনও টুর্নামেন্টে রোমানিয়াকে হারিয়েছিল আলবানিয়া। সেটা সম্ভব হয়েছিল আর্মান্দোর গোলের জন্যই। ১-০ জয়ে গোল করায় দেশে নায়ক হয়ে ওঠেন সাদিকু।
সেঞ্চুরি পার। পেশাদার ক্লাব কেরিয়ারে দেড়শোর বেশি গোল করেছেন আর্মান্দো সাদিকু। ক্লাব ফুটবলে সর্বোচ্চ স্তরে খেলারও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। উয়েফা চ্যাম্পিয়নশিপ, কোপা দেল রে, কোপা লিবের্তোদসের মতো বড় প্রতিযোগিতায় খেলেছেন। পেশাদার কেরিয়ারে আলবানিয়া, সুইৎজারল্যান্ড, পোল্যান্ড, স্পেন, তুরস্ক, বলিভিয়ার বিভিন্ন ক্লাবে খেলেছেন। ভারতে অবশ্য প্রথম বার খেলতে চলেছেন আর্মান্দো।