Mohun Bagan: কলিঙ্গতে ডুবল পালতোলা নৌকা! সুপার কাপের সেমিতে হার মোহনবাগানের

Kalinga Super Cup 2025: মোহনবাগানও চেষ্টা চালায়। তবে আর ম্যাচে ফিরতে পারেনি বাস্তব রায়ের দল। এই বছরের মতো এখানেই শেষ হল সবুজ মেরুনের মরসুম। আইএসএলে দ্বি-মুকুট জিতেছে মোহনবাগান। লক্ষ্য ছিল দ্বিতীয় সারির দল নিয়েই সুপার কাপ জিতে ঘরোয়া মরসুম শেষ করা।

Mohun Bagan: কলিঙ্গতে ডুবল পালতোলা নৌকা! সুপার কাপের সেমিতে হার মোহনবাগানের
Image Credit source: X

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Apr 30, 2025 | 7:32 PM

কলকাতা: সুপার কাপের ফাইনালে এফসি গোয়া। সবুজ-মেরুনকে ৩-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করল গোয়া। ট্রফি থেকে আর এক ধাপ দূরে মানোলোর দল। ২০১৯ সালে শেষ বার সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে ছিল গোয়া। এই বছর আরও একবার ট্রফি জেতার হাতছানি গোয়ার কাছে। এদিন প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল গোয়া ও মোহনবাগান। ম্যাচের শুরু থেকেই দুই দল গোল তুলে নেওয়ার চেষ্টা শুরু করে। ম্যাচের ২০ মিনিটের মাথায় ব্রাইসন ফার্নান্ডেজের গোলে ১-০ এগিয়ে যায় গোয়া। সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তাঁরা। ২৩ মিনিটের মাথায় আশিক কুরুনিয়ানের বক্সের ভিতর ঠিকানা লেখা পাস থেকে গোল করেন কাশ্মীরি তারকা সেন্টার ফরোয়ার্ড সুহেল ভাট। এর পরে এফসি গোয়া অনবরত আক্রমণ করতে থাকে। গোয়ার দুই বিদেশি ইকার গুয়ারোক্সেনা ও বোরহা হেরেরা একাধিক সুযোগ তৈরি করে। অপর দিকে কাউন্টার অ্যাটাকে গোল তোলার চেষ্টা চালায় আশিক, সুহেলরা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোয়ার কোচ রক্ষণভাগে একটি পরিবর্তন করে। সাইড ব্যাক জয় গুপ্তার জায়গায় মাঠে আসেন আকাশ সাংওয়ান। তাঁর কিছুক্ষণের মধ্যেই ৪৮ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন গোয়ার আরেক সাইড ব্যাক বরিস সিং। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫১ মিনিটের মাথায় আবারও এগিয়ে যায় এফসি গোয়া। ধীরজ সিং বক্সের মধ্যে ইকারকে ফাউল করায় পেনাল্টি পায় গোয়া। পেনাল্টি থেকে গোল তুলে নিতে ভুল করেননি ইকার গুয়ারোক্সেনা।

সুপার কাপের আশায় বাগানের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন লাল -হলুদের প্রাক্তন প্লেয়ার বোরহা হেরেরা। ম্যাচের ৫৮ মিনিটের মাথায় ‘অলিম্পিক’ গোল করেন তিনি। কর্নার থেকে বাগানের গোলকিপার ধীরাজকে পরাস্থ করে বল ডিরেক্ট চলে যায় গোলে। এর পরে গোল সংখ্যা বাড়িয়ে নেওয়ার একাধিক সুযোগ পেয়েছিল গোয়া। তবে তা কাজে লাগাতে পারেনি। মোহনবাগানও চেষ্টা চালায়। তবে আর ম্যাচে ফিরতে পারেনি বাস্তব রায়ের দল। এই বছরের মতো এখানেই শেষ হল সবুজ মেরুনের মরসুম। আইএসএলে দ্বি-মুকুট জিতেছে মোহনবাগান। লক্ষ্য ছিল দ্বিতীয় সারির দল নিয়েই সুপার কাপ জিতে ঘরোয়া মরসুম শেষ করা।