Mohun Bagan: আসন্ন মরসুমের অঙ্ক কষছেন ফেরান্দো, জুলাইয়ের প্রথম সপ্তাহেই শুরু মোহনবাগানের শিবির
বাগানের বেশ কয়েকজন ফুটবলার অবশ্য এখন জাতীয় দলের দায়িত্ব পালনে ব্যস্ত। জুনেই রয়েছে ইন্টারকন্টিনেন্টাল কাপ। তারপরই রয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ। প্রীতমরা ব্যস্ত সেখানেই। সামনের মরসুমের জন্য এখন থেকেই অঙ্ক কষতে শুরু করে দিয়েছেন বাগানের স্প্যানিশ কোচ। জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই শুরু হতে পারে মোহনবাগানের নতুন মরসুমের অনুশীলন।

কলকাতা: সাফল্যের সঙ্গে মরসুম শেষ করেছে মোহনবাগান (Mohun Bagan)। নতুন কোচ হুয়ান ফেরান্দো কথা রেখেছেন। মরসুম শুরুর আগেই সমর্থকদের আশ্বস্ত করেছিলেন। আইএসএল চ্যাম্পিয়ন হয়ে সেই কথা রেখেছেন বাগানের স্প্যানিশ কোচ। লিগ শিল্ড হাতছাড়া হওয়ার আক্ষেপে জল ঢেলে দেয় চ্যাম্পিয়ন তকমা। পরের বছর লিগ শিল্ড জেতার লক্ষ্যে বাগান কোচ ফেরান্দো (Juan Ferrando)। মরসুম শেষ হয়ে গিয়েছে। এখন বেশ কয়েকদিনের বিশ্রাম ফুটবলারদের। বাগানের বেশ কয়েকজন ফুটবলার অবশ্য এখন জাতীয় দলের দায়িত্ব পালনে ব্যস্ত। জুনেই রয়েছে ইন্টারকন্টিনেন্টাল কাপ। তারপরই রয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ। প্রীতমরা ব্যস্ত সেখানেই। সামনের মরসুমের জন্য এখন থেকেই অঙ্ক কষতে শুরু করে দিয়েছেন বাগানের স্প্যানিশ কোচ। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই শুরু হতে পারে মোহনবাগানের নতুন মরসুমের অনুশীলন। সূত্রের খবর, সব কিছু ঠিক ঠাক থাকলে ১ জুলাই থেকেই হয়তো ফুটবলারদের নিয়ে মাঠে নেমে পড়তে পারেন ফেরান্দো। তাঁর প্রথম টাস্কই এএফসি কাপ। এএফসি শুরুর তিন সপ্তাহ আগেই শিবির শুরু করতে চান বাগানের স্প্যানিশ কোচ। আন্তর্জাতিক স্তরে এ বার ভালো পারফরম্যান্সের লক্ষ্যে মোহনবাগান। দলগঠনেও জোর দিচ্ছে ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিন্স পা বাড়িয়ে রেখেছেন মোহনবাগানের পথে। ৩ জুন অস্ট্রেলিয়া লিগের ফাইনাল। তারপরই বাগানের চুক্তিপত্রে সই করে দিতে পারেন অজি স্ট্রাইকার। এ লিগে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলেন কামিন্স। কয়েকদিন আগেই শহরে এসেছিলেন কামিন্সের এজেন্ট। তাঁর সঙ্গে কথাবার্তাও অনেকদূর এগিয়ে গিয়েছে। এ লিগ শেষ না হওয়া পর্যন্ত সরকারি ভাবে কোনও কিছু করা যাবে না। তাই ফাইনালের পরই কামিন্সকে সই করাবে মোহনবাগান।
এ দিকে জনি কাউকোকে রাখা নিয়ে এখনও দ্বিধায় ম্যানেজমেন্ট। গত বছর বেশ ভালোই সার্ভিস দেন কাউকো। তবে চোটের জন্য শেষ ল্যাপে ছিটকে যান। নতুন মরসুমে ফিট সার্টিফিকেট দিতে পারলেই কাউকোকে রেখে দেবে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। তবে ফিনল্যান্ডের মিডফিল্ডারকে নিয়ে দ্বিধায় রয়েছেন অনেকে। সেক্ষেত্রে কাউকোর বদলি হিসেবে এক ভালো মানের বিদেশিকে ইতিমধ্যেই টার্গেট করেছে মোহনবাগান। বিদেশিদের পাশাপাশি দেশিয় ফুটবলার রিক্রুটের কাজও সেরে রাখছে সবুজ-মেরুন। শেষ কয়েক বছর ধরে এএফসি কাপে খেললেও, জোনাল সেমিফাইনালে থামতে হয়েছে মোহনবাগানকে। আন্তর্জাতিক মঞ্চে এ বার ভালো ফলের লক্ষ্যে বাগান ব্রিগেড। ডুরান্ড কাপ আর কলকাতা লিগে মোহনবাগানের ডেভলেপমেন্ট টিমই খেলবে। সেই সঙ্গে সিনিয়র টিমের কয়েকজন ফুটবলার থাকতে পারেন স্কোয়াডে।





