Morocco vs Brazil: পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে দিল মরক্কো

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Mar 26, 2023 | 3:10 PM

এ যেন কাতার বিশ্বকাপের পুনরাবৃত্তি। প্রথম বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরক্কো। অন্যদিকে কাতার বিশ্বকাপ দুঃস্বপ্নের মতো কেটেছে ব্রাজিলের।

Morocco vs Brazil: পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে দিল মরক্কো
Image Credit source: Twitter

Follow Us

ট্যাঙ্গিয়ার: ফুটবলে মরক্কোর (Morocco) স্বপ্নের দৌড় অব্যাহত। আর ব্রাজিলের দুঃস্বপ্ন। গতবছর কাতার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। তাবড় তাবড় দেশগুলিকে পিছনে ফেলে বিশ্বজয়ের খুব কাছ থেকে ফিরতে হয়েছিল আশরাফ হাকিমিদের। মাঝে তিনমাসের বিরতি সত্ত্বেও ফুটবল বিশ্বকে চমকে দেওয়ার ধারা অব্যাহত দেশটির। এ বার আশরাফ হাকিমিদের শিকার পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil)। প্রদর্শনী ম্যাচে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে দিয়েছে তারা। কাতার বিশ্বকাপে অসামান্য পারফরম্যান্সের পর প্রথম বার ঘরের মাঠে খেলতে নেমেছিল মরক্কো। উল্টোদিকে প্রতিপক্ষ ফুটবলের কুলীন দেশ ব্রাজিল। ঘরের মাঠে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের মোটেও রেয়াত করলেন না হাকিমিরা। ঝুলিতে বিশ্বকাপ নাই বা আসুক, রেকর্ড পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো কম কীসের? বিস্তারিত TV9 Bangla-য়।

এ যেন কাতার বিশ্বকাপের পুনরাবৃত্তি। প্রথম বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরক্কো। ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্নে জলাঞ্জলি দিতে হলেও মরক্কো যে ছাপ ফেলে গিয়েছে তা সহজে ভোলার নয়। অন্যদিকে কাতার বিশ্বকাপ দুঃস্বপ্নের মতো কেটেছে ব্রাজিলের। টুর্নামেন্ট ফেবারিটদের মুখ চুন করে মাঝপথেই বিদায় নিতে হয়। ব্যর্থতা বজায় রইল আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও। ১-২ গোলে মরক্কোর কাছে হারলেন ভিনিশিয়াস জুনিয়র, ক্যাসেমিরোরা। মরক্কোর হয়ে দুটি গোল সোফিয়েন বৌফল এবং আবদেলহামিদ সাবিরির। ব্রাজিলের একমাত্র গোলটি করেন ক্যাসেমিরো। প্রথমার্ধের ২৯ মিনিটে প্রথম গোল সোফিয়েন বৌফলের। পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে সমতা ফেরান ক্যাসেমিরো।

শনিবার রাতে ট্যাঙ্গিয়ারের ইবন বতুতা স্টেডিয়ামে মরক্কো বিরুদ্ধে নেমেছিল নেইমার ও থিয়াগো সিলভাহীন ব্রাজিল। দীর্ঘ বছর পর ডাগ আউটে নেই তিতে। তারুণ্যে ভরা দল নিয়ে প্রদর্শনী ম্যাচে ব্রাজিল নেমেছিল পেলের স্মরণে। প্রয়াত কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে ‘পেলে’ লেখা জার্সি ছিল ব্রাজিলের ফুটবলারদের গায়ে। ম্যাচে ব্রাজিলের থেকে মরোক্কানদের গতি ছিল বেশি। মাঝেমধ্যে দুই দলের মধ্যে ঝামেলা বেঁধেছে। তবে ব্রাজিল সমতা ফেরানোর পর মরক্কোর আক্রমণের ধার যেন আরও বাড়ে। তাতেই ৭৯ মিনিটে আবদেলহামিদ সাবিরির গোলে এগিয়ে যায় মরক্কো। বাকি সময়ে আর গোল হয়নি।

Next Article