FIFA World Cup2022: কোয়ার্টার ফাইনালের আগে পর্তুগাল কে নিয়ে কী ভাবছে মরক্কো?

একসময়ের ফুটবলের অন্যতম সেরা স্পেনকে পরাজিত করে আনন্দে মাতলেও,আত্মবিশ্বাসের সুর শোনা যায়নি রোমেনদের গলায়। কারণ কোয়ার্টারে তাঁদের প্রতিপক্ষ পর্তুগাল। ফের্নান্ডো স্যান্টোসের ছেলেরা মাথা দিয়ে ফুটবলটা খেলে পুরোটাই মাথার অঙ্ক।

FIFA World Cup2022: কোয়ার্টার ফাইনালের আগে পর্তুগাল কে নিয়ে কী ভাবছে মরক্কো?
শনিবার কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হতে চলেছে পর্তুগাল Image Credit source: Twitter

| Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 09, 2022 | 6:01 PM

দোহা: রাউন্ড অফ সিক্সটিনের খেলা শেষ, এ বার শেষ আটের লড়াই। শনিবার বিশ্বকাপের (FIFA World Cup 2022)  কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে পর্তুগাল (Portugal) ও মরক্কো। আফ্রিকার প্রথম কোনও দেশ হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো। জিততে পারলে ইতিহাস লিখবে মরক্কো। তবে বিপক্ষে বেশ শক্তিশালী পর্তুগাল। প্রথম একাদশে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে না রাখলেও কোচ লিওনেল স্কালোনির ঝুলিতে রয়েছেন একাধিক সেরা ফুটবলার।প্রি-কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ডকে ৬-১’এ ল্যাজেগোবরে করে ছেড়েছে পর্তুগাল। রোনাল্ডোর (Cristiano Ronaldo) পরিবর্ত হিসেবে মাঠে নেমে গন্সালো ব়্যামোস হ্যাটট্রিক করেন। সেই ম্যাচের পুনরাবৃত্তি যদি ফের ঘটে তবে মরক্কের পক্ষে মাথা তুলে দাঁড়ানো নিঃসন্দেহে কঠিন হবে। বড় ম্যাচের আগে পর্তুগালকে নিয়ে কী ভাবছে ওয়ালিদ শিবির? তুলে ধরল TV9 Bangla

 

আজ থেকে ৩৬ বছর আগে প্রথম আফ্রিকান কোন দল হিসেবে শেষ ষোলোতে যেতে পেরেছিল মরক্কো। এরপর এই প্রথম কাতারেই প্রথম রাউন্ড অফ সিক্সটিনে জিতে কোয়ার্টার ফাইনালে ওয়ালিদরা। কাতার বিশ্বকাপে এখনও পর্যন্ত দুর্দান্ত ফর্মে রয়েছে মরক্কো। হারের স্বাদ পায়নি এখনও অবধি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হয় তাঁদের। পরবর্তী তিনটি ম্যাচে বেলজিয়াম, কানাডা ও স্পেনকে পরাজিত করে শেষ আটের লড়াইতে নাম লিখিয়েছে ওয়ালিদ রেগুরাগুইর দল।

এক সময়ের ফুটবলের অন্যতম সেরা স্পেনকে পরাজিত করে আনন্দে মাতলেও, আত্মবিশ্বাসের সুর শোনা যায়নি রোমেনদের গলায়। কারণ কোয়ার্টারে তাঁদের প্রতিপক্ষ পর্তুগাল। ফের্নান্ডো স্যান্টোসের ছেলেরা মাথা দিয়ে ফুটবলটা খেলে, পুরোটাই মাথার অঙ্ক। তাই কোয়ার্টার ফাইনালে জিততে হলে পর্তুগালের বিপক্ষে কঠিন লড়াই দিতে হবে তা তাঁদের অজানা নয়।