লেফটব্যাক থেকে উইঙ্গার হতেই সাফল্য বিপিনের
অতীতের পারফরম্যান্স তাতায়। কিন্তু সেটা ভুলে সামনে তাকাতে হয়। ফুটবল শুরু করেছিলেন লেফটব্যাক হিসেবে। সেখান থেকে উইঙ্গার হতেই সাফল্য পেতে শুরু করেছিলেন বিপিন (Bipin Singh)।
মুম্বই: শনিবার ফতোরদায় হঠাত্ই এক তারকার জন্ম হয়েছে। যিনি ৯০ মিনিটে গোল করে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) বিরুদ্ধে আইসিএল ট্রফি দিয়েছেন মুম্বই সিটি এফসিকে (Mumbai City FC)। সেই বিপিন সিং (Bipin Singh) এখন আলোচনার কেন্দ্রে। মণিপুরী উইঙ্গার লাজং এফসির হয়ে পা রেখেছিলেন ভারতীয় ফুটবলে। সেখান থেকে এটিকের হয়ে একটা বছর খেলেছিলেন আইএসএল। কিন্তু গত দু’বছর মুম্বইয়ের হয়ে দারুণ উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন নিজেকে।
ফুটবলার হয়ে ওঠার গল্প শোনাতে গিয়ে বিপিন বলেছেন, ‘ছেলেবেলায় যখন ফুটবল খেলতাম, তখন আমার কোনও বুটই ছিল না। অধিকাংশ ক্ষেত্রে বড়দের বুট পরতাম। সেগুলো আমার থেকে অনেক বড় ছিল। ওই রকম বুট পরে খেলতে দেখে লোকে হাসত। কিন্তু ওই বুট পরেই আমি জোরে দৌড়তাম।’
ভারতীয় টিমে (Indian Football Team) প্রথমবার ডাক পাওয়া সেই বিপিনের এখন কতগুলো বুট, নিজেই জানেন না। প্রশ্ন শুনে হাসতে হাসতে বলছেন, ‘আমার ৯টা বুট। না-না, ১১টা। নাকি ১০টা? মনে হচ্ছে, ১২টা হবে।’
আরও পড়ুন: পেলেকে টপকে উচ্ছ্বসিত রোনাল্ডো, মিলল পেলের বার্তা
এর আগে ভারতীয় টিম থেকে একবার বাদ পড়েছেন বিপিন। ‘গোয়ায় অনূর্ধ্ব ১৪ ভারতীয় টিমের ট্রায়ালে বাদ পড়েছিলাম। কিন্তু দেশের হয়ে খেলার স্বপ্ন দেখাটা কখনও ছাড়িনি। যখন কোনও জুনিয়র প্লেয়ারকে দেখি দেশের হয়ে খেলছে, বিদেশে ঘনঘন যাচ্ছে, হিংসে হয়। আর তাই কঠিন পরিশ্রম করি, যাতে ভারতীয় টিমে খেলার সুযোগ আসে। ইগর স্টিমাচ সেই সুযোগ দেওয়ায় আমি খুব খুশি। ওঁর ভরসার দাম দিতে চাই। মুম্বইয়ের কোচ সর্জিও লোবেরা আমার আত্মবিশ্বাসটা বাড়িয়ে দিয়েছেন। তাই নিজেকে মেলে ধরতে পারছি।’
ফুটবল শুরু করেছিলেন লেফটব্যাক হিসেবে। সেখান থেকে উইঙ্গার হতেই সাফল্য পেতে শুরু করেছিলেন। বিপিনের কথায়, ‘লেফটব্যাট হিসেবেই ফুটবল শুরু করেছিলাম। এমনকি যখন লাজংয়ে খেলতাম, তখনও ওই পজিশনেই খেলতাম। তার পর উইঙ্গার হয়ে গিয়েছিলাম। সেটা বোধহয় ওই বড় বুটগুলো পরে খুব জোরে দৌড়তে পারার জন্যই।’
আরও পড়ুন: দি মারিয়ার বাড়িতে ভয়াবহ ডাকাতি, বন্দি পরিবার
অতীতের পারফরম্যান্স তাতায়। কিন্তু সেটা ভুলে সামনে তাকাতে হয়। ২৬ বছরের বিপিন বলছেন, ‘আইএসএল ফাইনালে যে ম্যাচ জেতানো গোলটা করেছিলাম, সেটা এখন অতীত। ওটা নিয়ে পড়ে থাকলে আরও গোল পাব, তার কোনও নিশ্চয়তা নেই। ওখান থেকে যে মোটিভেশনটা পেয়েছি, সেটা সামনে এগিয়ে দেবে। কঠিন পরিশ্রম করতে পারলে তেমন গোল আরও পাব।’