AFC Champions League: পুণে থেকে সরল মুম্বই সিটি-আল হিলালের ম্যাচ, ভারতে কোথায় খেলবেন নেইমার?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 26, 2023 | 7:51 PM

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে (AFC Champions League) ওয়েস্ট জোন গ্রুপ ডি-তে রয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল এবং ভারতের মুম্বই সিটি এফসি। পুণেতে এই ম্যাচ হওয়ার কথা ছিল ৬ নভেম্বর। হঠাৎ করেই বদলে গেল মুম্বই সিটি বনাম আল হিলালের (Mumbai City FC vs Al Hilal) ম্যাচের ভেনু। পুণেতে এই ম্যাচ আয়োজন করা সম্ভব হচ্ছে না। তা হলে ভারতের কোথায় খেলবেন নেইমার (Neymar)?

AFC Champions League: পুণে থেকে সরল মুম্বই সিটি-আল হিলালের ম্যাচ, ভারতে কোথায় খেলবেন নেইমার?
AFC Champions League: পুণে থেকে সরল মুম্বই সিটি-আল হিলালের ম্যাচ, ভারতে কোথায় খেলবেন নেইমার?

Follow Us

নয়াদিল্লি: নভেম্বরে ভারতে খেলতে আসার কথা ব্রাজিলিয়ান তারকা নেইমারের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে (AFC Champions League) ওয়েস্ট জোন গ্রুপ ডি-তে রয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল এবং ভারতের মুম্বই সিটি এফসি। পুণেতে এই ম্যাচ হওয়ার কথা ছিল ৬ নভেম্বর। হঠাৎ করেই বদলে গেল মুম্বই সিটি বনাম আল হিলালের (Mumbai City FC vs Al Hilal) ম্যাচের ভেনু। পুণেতে এই ম্যাচ আয়োজন করা সম্ভব হচ্ছে না। তা হলে ভারতের কোথায় খেলবেন নেইমার (Neymar)? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এই প্রথম বার ভারতে খেলতে আসছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার। কিন্তু হঠাৎ পুণে থেকে কেন সরল মুম্বই সিটি এফসি বনাম আল হিলালের ম্যাচ? জানা গিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ম্যাচের ভেনু বদলে গেল। মুম্বই সিটি এফসির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া সাইট X এ জানানো হয়েছে, ৬ নভেম্বর মুম্বই বনাম আল হিলালের ম্যাচটি হবে নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মুম্বই সিটি এফসি বনাম আল হিলাল ম্যাচের টিকিট বুকিংয়ের জন্য প্রি-রেজিস্ট্রেশন শুরু হবে ২৯ সেপ্টেম্বর, সকাল ১১ টা থেকে। জানা গিয়েছে, এই ম্যাচের জন্য মোট ১১ হাজার টিকিটের মধ্যে ৯ হাজার টিকিট বিক্রি হবে। বাকি ২ হাজার টিকিট ভিআইপিদের দেওয়া হবে। উল্লেখ্য, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা অবশ্য ভালো হয়নি মুম্বই সিটি এফসির। গ্রুপ পর্বে মুম্বই প্রথম ম্যাচে গত ১৮ সেপ্টেম্বর ইরানের এফসি নাসাজি মাজানদারানের কাছে ২-০ ব্যবধানে হেরে গিয়েছে। ৩ অক্টোবর মুম্বইয়ের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচ।