LIVERPOOL FC: লিভারপুলের ট্রফি প্যারেডে ভয়াবহ দুর্ঘটনা, আশঙ্কাজনকরা হাসপাতালে

৫০জন আহত হলেও ২৭জনকে নিয়ে যেতে হাসপাতালে। ২০জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ওই গাড়ির ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে। কেন এমন করল, জিজ্ঞাসাবাদ চলছে।

LIVERPOOL FC: লিভারপুলের ট্রফি প্যারেডে ভয়াবহ দুর্ঘটনা, আশঙ্কাজনকরা হাসপাতালে
লিভারপুলের ট্রফি প্যারেডে ভয়াবহ দুর্ঘটনা, আশঙ্কাজনকরা হাসপাতালেImage Credit source: X

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 27, 2025 | 2:19 PM

কলকাতা: ৫০জন আহত। তার মধ্যে রয়েছে চার শিশুও। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। লিভারপুলের গাড়ি দুর্ঘটনা এখন ইংল্যান্ডের সবচেয়ে বড় খবর। তবে জঙ্গিহানার আশঙ্কা উড়িয়ে দেওয়া হয়েছে। একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। ওই ব্রিটিশ নাগরিকই গাড়ি চালিয়েছেন বলে অভিযোগ। ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার জন্য লিভারপুলের সমর্থকরা সেলিব্রেশনে মেতেছিল। ওয়াটার স্ট্রিটে লিভারপুল সিটি সেন্টারে ভিকট্রি প্যারেড চলাকালীন ভিড়ের মধ্যে তীব্র গতিতে গাড়ি চালিয়ে ঢুকে পড়ে ওই লোকটি। তাতেই তছনছ হয়ে যায় ভিড়। আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন বেশ কয়েকজন।

৫০জন আহত হলেও ২৭জনকে নিয়ে যেতে হাসপাতালে। ২০জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ওই গাড়ির ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে। কেন এমন করল, জিজ্ঞাসাবাদ চলছে। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কায়ার স্টারমার এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পরিস্থিতি সামাল দিতে নেমে পড়েছে পুলিশ এবং প্রশাসন। ইপিএল ছিল লিভারপুলের কাছে ২০তম বড় ট্রফি জয়। তা উদযাপন করতে রাস্তায় নেমেছিলেন লিভারপুল ভক্তরা। আচমকাই সেখানে ঘটে এই দুর্ঘটনা। লিভারপুলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা পুলিশের সঙ্গে যোগাযোগে আছি। ট্রফি প্যারেড শেষ হওয়ার মুখে ওই ঘটনা ঘটেছে। ওই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের পাশে আছি আমরা। আমরা সব রকম ভাবে সাহায্যের হাত এগিয়ে দিয়েছি।”

এই ঘটনা ফিফার সদর দপ্তর পর্যন্ত পৌঁছেছে। প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘এমন ভয়ঙ্কর দুর্ঘনাটর পর পুরো ফুটবল বিশ্ব লিভারপুল ও তাদের সমর্থকদের পাশে আছে।’ প্রিমিয়ার লিগের তরফেও এক বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘আমরা সবাই লিভারপুলের ট্রফি প্যারেড চলাকালীন যে দুর্ঘটনা ঘটেছে, তাতে চমকে গিয়েছি। আহত বা ক্ষতিগ্রস্থদের পাশে আছি আমরা। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। ঘটনার পরই লিভারপুলের কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। সব রকম সাহায্য আমরা করব।’