দোহা : কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২-০ এগিয়ে ছিল আর্জেন্টিনা (NED vs ARG)। আরও পরিষ্কার করে বললে, লিও মেসির আর্জেন্টিনা। এই আর্জেন্টিনা শুধু মেসির উপর নির্ভরশীল নয়। আরও অনেকে উঠে এসেছেন, যাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে জানেন। সেটা পারেন বলেই গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেও ঘুরে দাঁড়িয়েছিল আর্জেন্টিনা। এখানে অবশ্য ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই। হারলেই বিদায়। ২-০ এগিয়েও চাপ বেড়েছিল। পরিবর্ত হিসেবে নামা ওয়েহস্ট জোড়া গোল করে সমতা ফেরান। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ম্যাচের ফল হয়নি। টাইব্রেকারে প্রথম দুটি শট বাঁচিয়ে আর্জেন্টিনাকে অ্যাডভান্টেজে রাখেন অভিজ্ঞ গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। শেষ অবধি টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় আর্জেন্টিনার। সেমিফাইনালে সামনে ক্রোয়েশিয়া। লিও মেসির এটাই শেষ বিশ্বকাপ, শেষ সুযোগও। এই ম্যাচ জিতে ট্রফির দিকে আরও একটা ধাপ এগোলেন লিও। লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
এ বারের বিশ্বকাপে বেশ কিছু গোলের সুযোগ পেয়েছিলেন। গোল করতে পারেননি। টাইব্রেকারে শেষ শট নিতে এলেন। গোল করতে পারলেই জয়। এ বারের বিশ্বকাপে সবচেয়ে দামি গোল করলেন লাওতারো। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে সেমিফাইনালে আর্জেন্টিনা।
গোল। আর্জেন্টিনা সেমিফাইনালে
গোল।
টাইব্রেকার মিস এনজোর।
গোল। আর্জেন্টিনা এগিয়ে ৩-২
গোল। আর্জেন্টিনা এগিয়ে ৩-১
গোল। টাইব্রেকারে ২-১ এগিয়ে আর্জেন্টিনা
গোল। ২-০ এগিয়ে আর্জেন্টিনা
এমিলিয়ানো মার্টিনেজের দ্বিতীয় সেভ
গোল। টাইব্রেকারে আর্জেন্টি এগিয়ে ১-০
সেভ এমিলিয়ানো মার্টিনেজের।
২০১৪ সালেও নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা ম্যাচের ফল হয়েছিল টাইব্রেকারেই। জিতেছিল আর্জেন্টিনা। পেনাল্টি শুটআউটে মাত্র ১ বারই জিতেছে নেদারল্যান্ডস। অন্যদিকে, পাঁচটির মধ্যে ৪টি জয় আর্জেন্টিনার।
আর্জেন্টিনা কোচ সহ ম্যাচে সব মিলিয়ে ১৪টি হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি। এখনও ম্যাচের অনেকটা সময় বাকি।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ। ০-২ পিছিয়ে থেকেও অনবদ্য ভাবে ম্যাচে ফেরে নেদারল্যান্ডস। আরও ১৫ মিনিটের খেলা বাকি। ফল না হলে টাইব্রেকার।
নিঃসন্দেহে কিছুটা চাপে আর্জেন্টিনা। ১০ মিনিট অ্যাডেড টাইম। ক্রমশ চাপ বাড়াচ্ছে নেদারল্যান্ডস।
মাঠে ঢুকে পড়েছে নেদারল্যান্ডস রিজার্ভবেঞ্চ..। লিয়ান্দ্রো পারেদেস বল মেরেছিলেন বেঞ্চে। এরপরই মেজাজ হারায় ডাচ রিজার্ভবেঞ্চ। পারেদেসের অপ্রয়োজনীয় ক্লিয়ারেন্স। নিজে কার্ড দেখলেন, খেলার মুহূর্তটাও নষ্ট হল।
পরিবর্ত হিসেবে নেমেছিলেন ওয়েহস্ট। বেঞ্চে থাকার সময়ই একটা হলুদ কার্ড দেখেছিলেন। সেই ওয়েহস্টই নেদারল্যান্ডসের ব্য়বধান কমালেন। বর্গোইসের সেন্টারে অনবদ্য হেড ওয়েহস্টের।
বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বেশি গোলের নিরিখে বাতিস্তুতাকে ছুঁয়ে ফেললেন লিও মেসি। বিশ্বকাপের মঞ্চে দশম গোল মেসির।
বক্সের কোনায় আকুনাকে ফাউল। পেনাল্টির সিদ্ধান্ত রেফারির। মেসি শট নিচ্ছেন। এবং গোল।
ডি মারিয়া ফিট। প্রথম একাদশে নামানো হয়নি। ওয়ার্ম আপ করছেন। ডি মারিয়াকে নামানো হতে পারে দ্রুতই।
বক্সের বাইরে মেসিকে ফাউল এবং ফ্রি-কিক। মেসির বাঁ পায়ের শট, অল্পের জন্য…বাইরে
অ্যাডেড টাইম… আর্জেন্টিনা এগিয়ে ১-০।
মার্কোস আকুনাকে হলুদ কার্ড। আর্জেন্টিনা সেমিফাইনালে উঠলে পাওয়া যাবে না আকুনাকে।
এ বার হলুদ কার্ড ক্রিশ্চিয়ান রোমেরোকে।
বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি অ্যাসিস্টে (১৯৬৬ থেকে) এগিয়ে গেলেন মেসি (৭)। মারাদোনার (৮) থেকে ১টা অ্যাসিস্ট দূরে।
বল পজেশনে অনেকটাই এগিয়ে ছিল নেদারল্যান্ডস। জ্যামিতি মেনে খেলা। লিওনেল মেসির অনবদ্য ফরোয়ার্ড পাস, নহেল মোলিনার গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। দেশের হয়ে ২৫তম ম্যাচে, প্রথম আন্তর্জাতিক গোল মোলিনার। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। মোলিনার মুহূর্ত…
ম্যাচের ৩৩ মিনিটে প্রথম গোলমুখী শট! নিলেন ডি পল। সোজা ডাচ গোলরক্ষক নোপার্টের হাতে।
টেকনিকাল এরিয়া থেকে বেরিয়ে রেফারিকে মন্তব্য, হলুদ কার্ড আর্জেন্টিনা কোচ স্কালোনিকে।
মেম্ফিস ডিপে এবং বরগইন জুটিতে আর্জেন্টিনা বক্সে আতঙ্ক। যদিও গোলে শট রাখতে পারেননি দ্বিতীয় জন।
ম্যাচের প্রথম ২০ মিনিট সমানে সমানে টক্কর। কোনও দলই গোলমুখী শট নিতে পারেনি। খেলা মূলত মাঝমাঠেই সীমাবদ্ধ।
নেদারল্যান্ড কোচ হিসেবে পুনরায় দায়িত্ব নেওয়ার পর শেষ ১৯ ম্যাচে অপরাজিত লুই ভ্যান গাল।
শেষ তিন সাক্ষাতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোল করতে পারেনি আর্জেন্টিনা! কঠিন লড়াইয়ের প্রস্তুতিতে লিও মেসি…
??? #Messi #FIFAWorldCup #CreeEnTuContinente
? @fifaworldcup_es pic.twitter.com/rXNMnGdAKa
— CONMEBOL.com (@CONMEBOL) December 9, 2022
Getting ready for a BIG GAME! ⚔️
Predictions for ?? – ??? #WorldCup #NEDARG pic.twitter.com/tapoN4Sw7t
— OnsOranje (@OnsOranje) December 9, 2022
আর্জেন্টিনার বিরুদ্ধে নেদারল্যান্ডসের প্রথম একাদশ- নোপার্ট, আকে, ব্লিন্ড, ভ্যান ডাইক, টিম্বার, ড্য়ামফ্রাইস, ডি রুন, ফ্র্যাঙ্কি ডি অং, কোডি গাকপো, মেম্ফিস ডিপে, বরগইন
????-?? for the big one! ⚔️??#WorldCup #NEDARG pic.twitter.com/ZVSHb7Xn25
— OnsOranje (@OnsOranje) December 9, 2022
মেসির শেষ বিশ্বকাপ। ট্রফি জিততে আরও কয়েকটা ধাপ। শেষ আটে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আর্জেন্টিনার প্রথম একাদশ- এমিলিয়ানো মার্টিনেজ, নহেল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিজান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, রড্রিগো ডি পল, এনজো ফার্নান্ডেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ
??? ¡Así forma @Argentina para buscar las semifinales de la #FIFAWorldCup ante Países Bajos!#CreeEnTuContinente pic.twitter.com/6cSBCogMt7
— CONMEBOL.com (@CONMEBOL) December 9, 2022
TV9Bangla-র লাইভ ব্লগে স্বাগত। সেমিফাইনালে ব্রাজিল বনাম আর্জেন্টিনা হওয়ার সম্ভাবনা শেষ। কিছুক্ষণ আগেই ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার আর এক দেশ আর্জেন্টিনা নামছে সেমিফাইনালের লক্ষ্যে। ব্রাজিল সমর্থকদের হৃদয় ভেঙেছে। আর্জেন্টিনা কি পারবে নীল-সাদা সমর্থকদের আশা দেখা দেখাতে? নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন…।