Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হাবাসকে টেক্কা দিয়ে বাজিমাত খালিদ জামিলের

দু'বারের আইএসএল জয়ী স্প্যানিশ কোচ হাবাসকে টেক্কা দিলেন খালিদ জামিল। কলকাতার দুই প্রধানে কোচিং করিয়ে যাওয়া খালিদ জামিল প্রেস্টিজ ফাইটে হারিয়ে দিলেন হাবাসকে।

হাবাসকে টেক্কা দিয়ে বাজিমাত খালিদ জামিলের
বল দখলের লড়াই। ছবি-এটিকে মোহনবাগান।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 26, 2021 | 10:41 PM

নর্থ ইস্ট ইউনাইটেড-২: এটিকে মোহনবাগান-১

(মাচাদো-৬০,গ্যালেগো-৮১)   (রয় কৃষ্ণা-৭২)

গোয়া: খালিদ জামিল ২, অ্যান্তোনিও হাবাস ১। ফতোরদায় এটিকে মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচের স্কোরলাইন এটাই। দু’বারের আইএসএল জয়ী স্প্যানিশ কোচ হাবাসকে টেক্কা দিলেন খালিদ জামিল। কলকাতার দুই প্রধানে কোচিং করিয়ে যাওয়া খালিদ জামিল প্রেস্টিজ ফাইটে হারিয়ে দিলেন হাবাসকে। ফতোরদায় হাইভোল্টেজ ম্যাচে বাজিমাত পাহাড়ি দলের। এটিকে মোহনবাগানকে ২-১ গোলে হারাল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। হাবাসের প্লে অফের অপেক্ষা বাড়ালেন খালিদ জামিল।

ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। এডু গার্সিয়া চোটের জন্য ছিটকে গিয়েছেন কয়েক ম্যাচের জন্য। আর সেই অভাবই দেখা গেল সবুজ-মেরুনের খেলায়। নিখুঁত প্ল্যানিংয়েই দ্বিতীয়ার্ধে হাবাসকে টেক্কা দিলেন খালিদ জামিল। জমজমাট দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য দুলল পেন্ডুলামের মতো। খেলার ৬০ মিনিটে এগিয়ে যায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তিরির শট গ্যালেগোর পায়ে লেগে ফিরে আসতেই বল ধরে এগোতে থাকেন লুই মাচাদো। তিরির সঙ্গে বল দখলের লড়াইয়ে জিতে যান পর্তুগিজ ফুটবলার। বাগান গোলরক্ষক অরিন্দমকে একা পেয়ে গোল করে যান মাচাদো (১-০)। লাইন্সম্যান ফাউলের জন্য ফ্লাগ তুলেও নামিয়ে নেন। গোল হজমের পর তারই প্রতিবাদ করেন সবুজ-মেরুন ফুটবলাররা। এই গোলের ক্ষেত্রে ফের আইএসএলে জঘন্য রেফারিংয়ের নিদর্শন দেখা গেল।

গোল হজমের পর দারুণ কামব্যাক করে এটিকে মোহনবাগান। প্রবীর দাসকে তুলে কোমল থাতালকে নামিয়ে আক্রমণে জোর বাড়ান হাবাস। আর তারই সুফল মেলে কয়েক মিনিটের ব্যবধানে। ৭২ মিনিটে সুযোগসন্ধানী রয় কৃষ্ণার গোলে সমতায় ফেরে সবুজ-মেরুন (১-১)।

খেলায় ফিরে আসলেও ম্যাচের চাপ শেষ পর্যন্ত ধরে রাখতে ব্যর্থ হয় এটিকে মোহনবাগান। দুরপাল্লার শটে অনবদ্য গোল করে নর্থ ইস্টকে মূল্যবান ৩ পয়েন্ট এনে দেন ফেডরিকো গ্যালেগো। রোচারজেলার পাস ধরে কোনাকুনি শটে অরিন্দমকে পরাস্ত করেন গ্যালেগো (২-১)।

আরও পড়ুন:আমি স্রেফ বিরাটের সহকারী, বলছেন রাহানে

মাঠে গুরজিন্দর কুমার, ভিপি সুহের আর মাঠের বাইরে খালিদ জামিল। বাগানের তিন প্রাক্তনী এ দিন হারিয়ে দিলেন সবুজ-মেরুনকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাজিমাত নর্থ ইস্টের। ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দু’নম্বরেই থাকল এটিকে মোহনবাগান। সমসংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের ৫ নম্বরে নর্থ ইস্ট।