Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আমি স্রেফ বিরাটের সহকারী, বলছেন রাহানে

ভারতের সহকারী ক্যাপ্টেন পরিষ্কার বলে দিয়েছেন, 'কোনও বদলের প্রশ্নই নেই। বিরাটই ভারতীয় টেস্ট টিমের ক্যাপ্টেন। আর আমি ওর সহকারী।'

আমি স্রেফ বিরাটের সহকারী, বলছেন রাহানে
আমি স্রেফ বিরাটের সহকারী, বলছেন রাহানে। ছবি-টুইটার।
Follow Us:
| Updated on: Jan 26, 2021 | 7:32 PM

নয়াদিল্লি: বিরাট কোহলির বদলে টেস্টে কি অজিঙ্কা রাহানেকে  ক্যাপ্টেন করা উচিত? অস্ট্রেলিয়ার মাটিতে ভারত ২-১ সিরিজ জেতার পর এ নিয়ে তুমুল বিতর্ক ভারতীয় ক্রিকেটমহলে। তাতে জল ঢাললেন খোদ রাহানেই।

ভারতের সহকারী ক্যাপ্টেন পরিষ্কার বলে দিয়েছেন, ‘কোনও বদলের প্রশ্নই নেই। বিরাটই ভারতীয় টেস্ট টিমের ক্যাপ্টেন। আর আমি ওর সহকারী। বিরাট যখন থাকবে না, তখন আমার দায়িত্ব হল টিমকে নেতৃত্ব দেওয়া। আমার কাজই হল, ওই দায়িত্বটুকু যথাযথ পালন করা।’

আরও পড়ুন:মার্চেই করোনা টিকা দেওয়া হতে পারে ভারতীয় অ্যাথলিটদের

অস্ট্রেলিয়ার মাটিতে দেশকে সাফল্য দেওয়াটা তাঁর দায়িত্ব ছিল। সেটাই পালন করেছেন। ভবিষ্যতেও করবেন রাহানে। ‘আমি ক্যাপ্টেন হলাম কিনা, সেটা বড় কথা নয়। আসল হল, ক্যাপ্টেনের ভূমিকাটা আমি কতটা সাফল্যের সঙ্গে পালন করছি। এখনও পর্যন্ত এই ভূমিকায় আমি সফল। ভবিষ্যতেও চেষ্টা করব, যাতে টিমকে এগিয়ে নিয়ে যেতে পারি।’

যে যাই বলুন না কেন, বিরাটের সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই ভালো। আজও তাই আছে। ‘বিরাটের সঙ্গে আমার সম্পর্ক আমার অত্যন্ত ভালো। ও আমার ব্যাটিংয়ের বরাবর প্রশংসা করে। আমরা দু’জনেই কিন্তু বিদেশের মাটিতে বেশ কিছু মনে রাখার মতো ইনিংস খেলেছি। আর সেটা সম্ভব হয়েছে, বিরাট চার নম্বরে ব্যাট করতে আসে বলে। আমাদের পার্টনারশিপটা যে কারণে তৈরি হয়।’

আরও পড়ুন:ইংল্যান্ডের বিরুদ্ধে ফেভারিট বিরাটরাই: ইরফান পাঠান

ক্যাপ্টেন বিরাটে যথেষ্ট আস্থা রয়েছে রাহানের। তাঁর কথায়, ‘বিরাট খুব শার্প ক্যাপ্টেন। মাঠে ও দ্রুত সিদ্ধান্ত নেয়। স্পিনার বল করতে এলেই আমাকে স্লিপে পাঠায়। বিরাট বিশ্বাস করে, অশ্বিন বা জাডেজার বলে ওঠা ক্যাচগুলো সহজেই ধরতে পারব আমি।’ সঙ্গে জুড়েছেন, ‘বিরাট আসলে আমার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে। আমি চেষ্টা করি ওর যাবতীয় দাবি মেটানোর।’