দোহা: ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার কথা বললে সবার আগে দ্বৈরথ, উত্তাপ, রেষারেষি, লড়াই এই শব্দগুলো যেন ঘুরেফিরে আসে। দুই দলকে সমর্থন করতে গিয়ে বিভক্ত হয়ে যায় ফুটবল বিশ্ব। ফুটবলে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরা মাঠের বাইরে প্রায়ই ঝামেলায় জড়িয়ে পড়েন। ব্রাজিল(Brazil) না আর্জেন্টিনা(Argentina) ? অফিস থেকে চায়ের দোকান সর্বত্রই চলে কথার লড়াই। আর বিশ্বকাপ (Fifa World Cup 2022) এলে তো কথাই নেই। এই দুই প্রতিদ্বন্দ্বী দলের দুই ‘বন্ধু’র গল্প জানাবে TV9 Bangla।
তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির প্রতিপক্ষ ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। খেলার মাঠের ৯০ মিনিটের বাইরে তাঁরা একে অন্যের পরম বন্ধু। একসময় দু’জনে চুটিয়ে খেলেছেন বার্সেলোনায়। আর তাঁদের এই বন্ধুত্বের গল্প জানে গোটা বিশ্ব। দুই তারকা বার্সেলোনায় এক সঙ্গে চার বছর কাটিয়েছেন। সেখানেই বন্ধুত্বের সূত্রপাত। এরপর নেইমার স্পেন ছেড়ে ফ্রান্সে পাড়ি জমালেও তাঁদের বন্ধুত্বে আঁচ পড়েনি। একে অপরের প্রতি শ্রদ্ধা আর নিখাদ বন্ধুত্ব। গতবছরের কোপা আমেরিকার ফাইনাল ভুলতে পারবেন না ফুটবলপ্রেমীরা। দেশের হয়ে প্রথম মেজর ট্রফি জেতার পর সেলিব্রেশন মাতেননি মেসি। ছুটে গিয়েছিলেন ক্রন্দনরত নেইমারের দিকে। বন্ধুকে সান্ত্বনা দিয়ে তারপর ট্রফি জয়ের উদযাপন করেন।
অসময়ে একে অপরের সঙ্গী তাঁরা। অনেক সময়ই একে অন্যের জন্য রুখে দাঁড়াতে দেখা যায় তাঁদের। মেসি সমালোচকদের উদ্দেশে বলেছিলেন, “স্টেডিয়ামে ও লকার রুমে কী হয়, সেই বিষয়ে ধারণা না রেখেই সবাই মনগড়া কথা বলেন।” বার্সেলোনার পর দুই তারকাই এখন খেলছেন পিএসজিতে। গুঞ্জন শোনা যায়, নেইমারের প্ররোচনাতেই প্যারিসে পাড়ি জমিয়েছেন এলএমটেন।
কাতারেই শেষ বিশ্বকাপ খেলবেন মেসি। ২০২২ বিশ্বকাপের ময়দানেই শেষবারের মতো নিজ নিজ দেশের হয়ে লড়বেন দুই বন্ধু। মাঠের ৯০ মিনিট তাঁরা প্রতিপক্ষ, কেউ কাউকে এক চুলও জায়গা ছেড়ে দেবেন না। তবে মাঠের বাইরে আবার তাঁদের দেখা যাবে চেনা ছন্দেই।