Neymar: পেলের রেকর্ড ভেঙে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার

এ বার পেলেকে (Pele) ছাপিয়ে গেলেন নেইমার (Neymar)। বলিভিয়ার বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের (World Cup 2026) ম্যাচে ৫-১ জিতল ব্রাজিল। সেই ম্যাচে জোড়া গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার।

Neymar: পেলের রেকর্ড ভেঙে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার
পেলের রেকর্ড ভেঙে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 09, 2023 | 12:20 PM

রিও দে জেনেইরো: ১৯৭১ সালের ১১ জুলাই অস্ট্রিয়ার বিরুদ্ধে ৭৭তম গোল করেছিলেন ফুটবল সম্রাট। ৪১ বছর পর সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন কাতার বিশ্বকাপে। এ বার পেলেকে (Pele) ছাপিয়ে গেলেন নেইমার (Neymar)। বলিভিয়ার বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের (World Cup 2026) ম্যাচে ৫-১ জিতল ব্রাজিল। সেই ম্যাচে জোড়া গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার। পেলে পরবর্তী ব্রাজিল টিমে অনেকে এসেছেন, যাঁরা প্রতিশ্রুতি জাগিয়েছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু কেউই পেলে ছাপিয়ে যেতে পারেননি। গত বছর প্রয়াত হয়েছেন ফুটবল সম্রাট। তার পরই কেউ দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিলেন। অবশ্য ৭৭ গোল করতে পেলের লেগেছিল ৯১ ম্যাচ। নেইমারের লাগল ১২৫ ম্যাচ। TV9Bangla Sportsএ বিস্তারিত।

লাতিন আমেরিকার বিশ্বকাপ যোগ্যতা পর্বের ম্যাচে বলিভিয়া অবশ্য তেমন বেগ দিতে পারেনি। নেইমার অবশ্য এই ম্যাচে হ্যাটট্রিক করে ফেলতে পারতেন। ১৭ মিনিটে পেনাল্টি পেয়ে গিয়েছিল ব্রাজিল। কিন্তু নেইমারের দুর্বল শট আটকে বলিভিয়ার কিপার গুইলেরমো ভিসকারা। ৭ মিনিট পরেই অবশ্য ১-০ করে ফেলে ব্রাজিল। ভিসকারা রাফিনহার শট সেভ করে দিলেও রড্রিগো ফিরতি বল ধরে গোল করে দেন। বিরতির পর যখন ব্রাজিল ২-০ এগিয়ে, তখনই নেইমারের জাদু দেখা যায়। নেইমারের চমৎকার চিপ থেকে ব্রুনো গুইমেরাসের ফ্লিক করেন। সেখান থেকে গোল করেন রড্রিগো।

এর পরেই শুধু নেইমারময় ম্যাচ। ৭৮তম আন্তর্জাতিক গোল করে পেলেকে ছাপিয়ে যান। একেবারে স্টপেজ টাইমে রাফিনহার কাছ থেকে পাওয়া লো বল ধরে গোল করেন নেইমার। ৩১ বছরের ফুটবলার সদ্য পিএসজি ছেড়ে যোগ দিয়েছেন সৌদি লিগের ক্লাব আল হিলালে। ১৯৫৭ থেকে ১৯৭১ সালের মধ্যে পেলে ব্রাজিলের গোলের রেকর্ড করেছিলেন। তিতে জমানার পর এখন ব্রাজিলের কোচ ফের্নান্দো দিনিজ। নতুন কোচের হাত ধরে বড় জয় এল ব্রাজিলের।

৮২ বছর বয়সে প্রয়াত হলেও পেলের টুইটার অ্যাকাউন্ট এখন চলছে। সেখান থেকে টুইট করা হয়, ‘ফুটবলের রাজাকে ছাপিয়ে যাওয়ার জন্য নেইমারকে অভিনন্দন। পেলে নিশ্চিত ভাবেই আজ শুভেচ্ছা জানাচ্ছে তোমাকে।’