Neymar Messi : ‘মেসি ও আমি নরক যন্ত্রণা ভোগ করেছি’, পিএসজি প্রসঙ্গে বিস্ফোরক নেইমার

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Sep 04, 2023 | 7:01 PM

তিনি ও লিওনেল মেসি দু'জনই প্য়ারিসের ক্লাব পিএসজিতে থাকার সময় নরক যন্ত্রণা ভোগ করেছেন। এমনই বিস্ফোরক মন্তব্য সদ্য পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেওয়া নেইমারের।

Neymar Messi : মেসি ও আমি নরক যন্ত্রণা ভোগ করেছি, পিএসজি প্রসঙ্গে বিস্ফোরক নেইমার

Follow Us

রিয়াধ : বার্সেলোনায় থাকাকালীন দু’জনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল। ২০১৭ সালে লা লিগার ক্লাব ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। ২০২১ সালে লিওনেল মেসিও বার্সেলোনা (Barcelona) ছেড়ে পিএসজিতে আসেন। পুরনো সতীর্থ নেইমারের সঙ্গে রিইউনিয়ন ঘটলেও প্যারিসের ক্লাবটিতে এই দু’বছরে মোটেও শান্তিতে ছিলেন না লিওনেল মেসি (Lionel Messi)। প্রতি মুহূর্তে নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে আর্জেন্টাইন মহাতারকাকে। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। চলতি মরসুমে পিএসজি ছেড়ে মেসি যোগ দিয়েছেন মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে। দলটির হয়ে নিয়মিত গোল করছেন। লিওর পিএসজি (PSG) ছাড়ার কিছুদিনের মধ্যে ক্লাবকে বিদায় জানিয়েছেন নেইমারও (Neymar)। সৌদি আরবের ক্লাব আল হিলালের মোটা অঙ্কের চুক্তির প্রস্তাব ফেরাতে পারেননি। মেসি ও নেইমার দু’জনই এখন পিএসজির প্রাক্তন ফুটবলার। তাই মনের কথা উগরাতে দ্বিধা করলেন না তিনি। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গ্লোবোকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার জানিয়েছে কীভাবে বার্সেলোনায় তাঁদের স্বপ্ন দুস্বপ্নে পরিণত হয়েছে। নেইমার বলেন, “ও (মেসি) যেভাবে বছরটা শেষ করেছে তাতে আমি খুব খুশি হয়েছিলাম। একইসঙ্গে খারাপ লাগছিল। কারণ ও একটি কয়েনের এপিঠ ওপিঠে বাস করছিল। আর্জেন্টিনা টিমের সঙ্গে মেসি স্বর্গে বাস করত। দলটির হয়ে সব জিতেছে। আর প্যারিসে ও নরকে বাস করত। আমরা সত্যিই নরকে বাস করতাম। আমি এবং মেসি দু’জনই।”

কেন এই পরিস্থিতি তৈরি হয়েছিল? নেইমার বলেন,”আমরা আপসেট থাকতাম। কারণ ওখানে আমরা কিছুই করতে পারছিলাম না। ওখানে নিজেদের সেরাটা উজাড় করে দিতে গিয়েছিলাম। দলকে চ্যাম্পিয়ন করতে, ইতিহাস তৈরি করতে গিয়েছিলাম। তাই ফের একবার একসঙ্গে খেলা শুরু করি। যাতে ইতিহাস তৈরি করতে পারি। দুর্ভাগ্যবশত আমরা সেটা করতে পারিনি।

Next Article