FIFA World Cup 2022: গোড়ালির চোট গ্রুপ পর্ব থেকে ছিটকে দিল নেইমারকে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 25, 2022 | 9:38 PM

কেমন আছেন নেইমার (Neymar)? ব্রাজিলের পরের ম্যাচে তাঁকে কি মাঠে দেখা যাবে? এই প্রশ্নই জোরাল হচ্ছিল। এর মধ্যেই নেইমারের চোট নিয়ে বড় সড় আপডেট দিয়েছে ব্রাজিল দলের চিকিৎসক।

FIFA World Cup 2022: গোড়ালির চোট গ্রুপ পর্ব থেকে ছিটকে দিল নেইমারকে
FIFA World Cup 2022: গোড়ালির চোট গ্রুপ পর্ব থেকে ছিটকে দিল নেইমারকে
Image Credit source: Twitter

Follow Us

দোহা: সেলেকাওদের জন্য দুঃসংবাদ। নেইমারকে ছাড়াই গ্রুপ পর্বের বাকি দু’টি ম্যাচে নামতে হবে ব্রাজিলকে (Brazil)। সার্বিয়ার বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ (FIFA World Cup 2022) অভিযান শুরু করেছে টুর্নামেন্টের পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে প্রথম ম্যাচে সেলেকাওদের জয়ের দিন, নেইমারের চোট রীতিমতো চিন্তায় ফেলেছিল ব্রাজিল শিবিরে। কেমন আছেন নেইমার (Neymar)? ব্রাজিলের পরের ম্যাচে তাঁকে কি মাঠে দেখা যাবে? এই প্রশ্নই জোরাল হচ্ছিল। এর মধ্যেই নেইমারের চোট নিয়ে বড় সড় আপডেট দিলেন ব্রাজিল দলের চিকিৎসক। সেই তথ্যই তুলে ধরল TV9Bangla

সার্বিয়ার বিরুদ্ধে ৮০ মিনিটের মাথায় বাঁ পায়ের গোড়ালিতে মারাত্মক চোট পান নেইমার। মাঠেই প্রাথমিক চিকিৎসার সময় দেখা যায় তাঁর গোড়ালির জায়গাটা ফুলে রয়েছে। ব্রাজিল টিমের চিকিৎসরকদের তরফে জানানো হয়, নেইমারের গোড়ালি মচকে গিয়েছে। প্রাথমিক চিকিৎসা হলেও চোটের গভীরতা বোঝার জন্য ২৪ ঘণ্টা তাঁর পর্যবেক্ষণে থাকা প্রয়োজন। নেইমারের পাশাপাশি সার্বিয়া ম্যাচে চোট পান দানিলোও। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো ল্যাসমার বলেন, “শুক্রবার দুপুরে নেইমার ও দানিলোর এমআরআই করা হয়েছে। সেই রিপোর্টে দেখা গিয়েছে তাঁদের দু’জনের গোড়ালির লিগামেন্টে চোট রয়েছে। তাঁরা নিশ্চিতভাবে পরের দু’টি ম্যাচে খেলতে পারবে না। আমরা তাঁদের নিয়ে সতর্ক থাকব। তাঁর আবার যাতে বিশ্বকাপে খেলতে পারে, তাই তাঁদের সুস্থ করার চেষ্টা করব আমরা।”

সার্বিয়া ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে ব্রাজিল কোচ তিতে অবশ্য জানিয়েছিলে, নেইমার পরের ম্য়াচের আগে ফিট হয়ে উঠবেন। আপাতত তিতের এই ভাবনা মিলল না। গত মরসুমে গোড়ালির চোটের কারণে ১২টি ম্যাচে খেলতে পারেননি নেইমার। বিশ্বকাপের আগে যদিও তিনি সেরা প্রস্তুতি নিয়ে এসেছিলেন। হঠাৎ নেইমারের চোট বড় ধাক্কা দিল ব্রাজিল শিবিরে। নেইমার অত্যন্ত চোটপ্রবণ। ২০১৪ বিশ্বকাপেও গুরুতর চোট পেয়েছিলেন নেইমার। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন কশেরুকার হাড় ভেঙ্গে গিয়েছিল নেইমারের। দলের সেরা ফুটবলারের চোটে এলোমেলো হয়ে পড়েছিল ব্রাজিল। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের আগে ক্লাব ফুটবলে চোট পান। একশো শতাংশ ফিট হয়ে নামতে পারেননি। এ বার কাতার বিশ্বকাপেও এক ম্যাচ খেলেই চোটের কবলে নেইমার। যা মোটেও স্বস্তি দিচ্ছে না সেলেকাও সমর্থকদের।

নেইমারের মতোই ব্রাজিল গ্রুপ পর্বের পরের দু’টো ম্যাচে পাবে না দানিলোকে। ২০১৮ বিশ্বকাপে, দানিলো দু’বার চোট পেয়েছিলেন। প্রথমবার হিপ ইনজুরি। যে কারণে তিনি কয়েকটি ম্যাচে খেলতে পারেননি। দ্বিতীয়টি, বাঁম গোড়ালিতে। যা দানিলোকে বাকি টুর্নামেন্ট থেকেই ছিটকে দেয়। এ বার কাতার বিশ্বকাপে তিনি বাঁ গোড়ালিতেই চোট পেলেন। যা সেলেকাওদের জন্য মোটেও ভালো ইঙ্গিত নয়।

উল্লেখ্য, ২৮ নভেম্বর সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ ব্রাজিলের। তার পর ৩ ডিসেম্বর ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচ রয়েছে সেলেকাওদের।

Next Article