FIFA World Cup 2022: দ্রুত সেরে উঠতে নাসার প্রযুক্তি ব্যবহার করছেন নেইমার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 28, 2022 | 12:29 PM

চলতি বিশ্বকাপে শীঘ্রই মাঠে ফেরার ইঙ্গিত দিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

FIFA World Cup 2022: দ্রুত সেরে উঠতে নাসার প্রযুক্তি ব্যবহার করছেন নেইমার
নাসার প্রযুক্তি ব্যবহার করে দ্রুত সেড়ে উঠছেন নেইমার।
Image Credit source: Twitter

Follow Us

দোহা: সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপের (FIFA World Cup 2022) প্রথম ম্যাচেই চোট পেয়েছিলেন নেইমার (Neymar)। ম্যাচের ৮০ মিনিটের মাথায় ডান গোড়ালির চোটের কারণে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান তারকাকে। সেই চোট এতটাই গুরুতর ছিল যে সুইৎজারল্যান্ডের বিপক্ষের ম্যাচে তাঁকে আর পাওয়া যাবে না, একথাও জানিয়েছিলেন তিনি। শনিবার নিজের ইনস্টাগ্রামে চোটের একটি ছবিও শেয়ার করেন, যাতে দেখা গিয়েছিল ডান পায়ের গোড়ালিসহ পুরো পা ফুলে রয়েছে। যা খুব স্বাভাবিক ভাবেই ভক্তমনে উদ্বেগ জাগিয়েছিল। তবে চোট থেকে দ্রুত সেরে উঠতে মরিয়া তিনি। এই কারণে তিনি নাসার প্রযুক্তি (Nasa Technology) ব্যবহার করছেন। ইনস্টাগ্রামে এক ছবি প্রকাশ করে নেইমার নিজেই সেটা জানিয়েছেন। আর কী জানালেন তিনি? তুলে ধরল, TV9 Bangla

সার্বিয়ার সঙ্গে বিশ্বকাপের প্রথম ম্যাচেই চোটের কারণে মাঠ ছাড়তে হয় নেইমারকে। চোট যে গুরুতর তখনই বোঝা গিয়েছিল। বেঞ্চে বসে কাঁদতেও দেখা যায় তাঁকে। নেইমারের চোট নিঃসন্দেহে চাপ বাড়িয়েছিল ব্রাজিল শিবিরে। তবে এ বার সেলেকাও ফ্যানেদের সুখবর দিলেন তিনি। দ্রুত সেরে ওঠার জন্য ব্যবহার করছেন নাসার প্রযুক্তি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই জানালেন সেই কথা। নাসার একটি অত্যাধুনিক বুট ব্য়বহার করছেন তিনি। এই বুট পেশির আঘাত ও হাড়ের সমস্যা উভয়ই সারাতে পারে। নাসার প্রযুক্তি সম্বলিত এই কম্প্রেশন বুটে তিনটি কৌশল প্রয়োগ করা হয়েছে। যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। রক্ত সঞ্চালনকে সক্রিয় করে, ফোলা ও ব্যাথা কমায়। পেশির ওপর চাপ থাকার ক্লান্তি কমায়। জমে থাকা ল্যাক্টিক অ্যাসিড দূর করে এবং নরম টিস্যুর ব্যাধি দূর করে।

রবিবার নেইমার ইনস্টাগ্রামে এক ছবি পোস্ট করে জানিয়েছেন, তাঁর পায়ের ফোলা কমতে শুরু করেছে। যা দলের জন্য এবং ভক্তদের জন্য বড় সুখবর। ওই পায়ের ফোলা কমার ছবি দিয়ে নেইমার আবার লিখেছেন, ‘দেখা যাক।’ ব্রাজিল টিমের চিকিৎসক রদ্রিগো লাসমার বলেছিলেন, নেইমারের চোটের অবস্থা ৪৮ ঘণ্টা পরে পুরোপুরি বোঝা যাবে। দু’দিন যেতেই যেন ভরসা দিচ্ছে তাঁর পা ফোলা কমার খবর। ব্রাজিল শিবিরেও কিছুটা স্বস্তির ছায়া। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবোর এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ‘ক্যামেরুনের বিপক্ষে নেইমার খেলবেন সেই আশাও দেখা যাচ্ছে।’

Next Article