Neymar: কাটছে আশঙ্কার মেঘ, কোরিয়ার বিরুদ্ধে নামছেন নেইমার!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 04, 2022 | 9:12 PM

Qatar World Cup 2022 : থিয়াগো বলেছেন, 'গতকাল আমাদের কাছে খুব যন্ত্রণার একটা দিন ছিল। চোট পেয়ে ছিটকে গিয়েছে জেসুস। ওর মতো আরও কয়েক জনকে পাওয়া যাচ্ছে না। তার মধ্যে দানিলো যে ফিট হয়ে উঠেছে, সেটা একটা ভালো দিক। ও টিমে ফিরলে গভীরতা বাড়বে।'

Neymar: কাটছে আশঙ্কার মেঘ, কোরিয়ার বিরুদ্ধে নামছেন নেইমার!
Image Credit source: twitter

Follow Us

দোহা : তিনি কি প্রি-কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন? প্রেস মিটের শুরুতেই ধেয়ে এল অবধারিত প্রশ্নটাই। উত্তরও মিলল। ব্রাজিল কোচ তিতে কোনও সংশয় রাখলেন না। ছোট্ট জবাবে পরিষ্কার বলে দিলেন, ‘হ্যাঁ!’ তাতে কি জটিলতা কাটছে? একই সঙ্গে ব্রাজিল কোচ কিন্তু এও বলে রাখলেন, সোমবার সকালে ট্রেনিংয়ের পর তিনি প্রথম একাদশ ঠিক করবেন। তা হলে কি নেইমারকে ঘিরে মৃদু আশঙ্কা থেকে যাচ্ছে? যাঁকে নিয়ে এত কথা, তিনি নেইমার। সার্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে পায়ের পাতায় চোট পেয়েছিলেন তিনি। তবে রবিবার টিমের সঙ্গে ট্রেনিংও করেছেন। তাই ওয়াকিবহাল মহল বলেই দিচ্ছে, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কঠিন ম্যাচে নেইমারকে হয়তো ব্রাজিলের হয়ে খেলতে দেখা যাবে। নেইমারকে নিয়ে তিতে কী বললেন? তুলে ধরল TV9 Bangla

রবিবার ট্রেনিংয়ের পর থিয়াগো সিলভাকে নিয়ে প্রেস মিটে এসেছিলেন তিতে। শুরুতেই যে নেইমারকে নিয়ে প্রশ্ন করতে পারে আন্তর্জাতিক মিডিয়া, সে সম্পর্কে নিশ্চিত ছিলেন। থিয়াগোকেই জিজ্ঞাসা করা হয়, নেইমার কি সোমবারের ম্যাচে খেলতে পারবেন? থিয়াগো সিলভা একগাল হেসে তাকান কোচের দিকে। তিতেও হেসে জবাব দেন, ‘হ্যাঁ।’ তার পর অবশ্য পুরো পরিস্থিতি ব্যাখ্যা করেন তিনি। তিতে বলে দেন, ‘আমি কখনও কোনও সত্যি ঘটনা চেপে রাখি না। কেরিয়ার জুড়ে কখনও করিনি। নেইমার এ দিন দুপুরে টিমের সঙ্গে ট্রেনিং করেছে। ওর জন্য যে বিশেষ ট্রেনিং রাখা হয়েছিল, তাও করেছে। এটুকু বলতেই পারি, পরের ম্যাচে নেইমারকে খেলতে দেখা যেতে পারে। তবে ম্যাচের আগে ট্রেনিং দেখে আমি প্রথম একাদশ ঠিক করব।’

ব্রাজিল কোচের কথা ধরলে, নেইমার আগের থেকে সুস্থ হয়ে উঠেছেন। ক্যামেরুন ম্যাচে টিমের সঙ্গে মাঠে এসেছিলেন তিনি। গ্যালারিতে তাঁকে দেখাও গিয়েছিল। তবে ক্যামেরুনের কাছে ব্রাজিল হেরেছে। ফলে, খানিকটা হলেও চাপে রয়েছেন তিতে। নেইমারের মতোই চোট কাটিয়ে টিমে ফিরতে চলেছেন দানিলোও। আলেক্স সান্দ্রোকে হয়তো মাঠের বাইরে বসতে হবে।

থিয়াগো বলেছেন, ‘গতকাল আমাদের কাছে খুব যন্ত্রণার একটা দিন ছিল। চোট পেয়ে ছিটকে গিয়েছে জেসুস। ওর মতো আরও কয়েক জনকে পাওয়া যাচ্ছে না। তার মধ্যে দানিলো যে ফিট হয়ে উঠেছে, সেটা একটা ভালো দিক। ও টিমে ফিরলে গভীরতা বাড়বে।’

Next Article