Neymar: সুস্থতার পথে নেইমার! শুরু করলেন ফিটনেস ট্রেনিং

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Dec 02, 2022 | 11:34 PM

BRAZIL : নকআউটে শুরুর দিকে নামতে পারবেন না। ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠলে সেক্ষেত্রে নেইমারকে পাওয়ার ক্ষীণ সম্ভাবনা ধীরে ধীরে উজ্জ্বল হচ্ছে।

Neymar: সুস্থতার পথে নেইমার! শুরু করলেন ফিটনেস ট্রেনিং
Image Credit source: Twitter

Follow Us

দোহা: আপামর ব্রাজিল (Brazil) সমর্থকদের স্বস্তি দিয়ে ফিটনেস ট্রেনিং শুরু করলেন সেলেকাওদের প্রাণভোমরা নেইমার জুনিয়র সার্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেইমারকে নয়বার ফাউল করা হয়। তাতেই ডান পায়ের গোড়ালিতে গুরুতর চোট লাগে। গ্রুপ পর্বের পরের দুটি ম্যাচ থেকে ছিটকে যান। শোনা যাচ্ছিল, বিশ্বকাপ (Qatar World Cup 2022) থেকেই নাকি ছিটকে যেতে পারেন নেইমার। তাঁর ফেরার সম্ভাবনা ক্ষীণ। সব জল্পনা কাটিয়ে ট্রেনারদের কড়া তত্ত্বাবধানে ফিটনেস ট্রেনিং শুরু করেছেন নেইমার (Neymar)।  তাহলে কি সুস্থ হয়ে উঠছেন তিনি? নকআউটে প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না। ব্রাজিল কোয়ার্টার ফাইনাল কিংবা আরও এগোতে পারলে, সেক্ষেত্রে নেইমারকে পাওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা হলেও উজ্জ্বল হচ্ছে। এ দিন জিমে দীর্ঘ সময় কাটান। ব্রাজিল ফুটবল ফেডারেশনের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। চোট থাকায় হালকা ট্রেনিং শুরু করেছেন। মাঠে নেমে কবে নাগাদ অনুশীলন শুরু করবেন তারই অপেক্ষায় ব্রাজিল-ভক্তরা।

 

খেলতে পারবেন না বলে হোটেলে বসে থাকবেন, তা অবশ্য নয়। নেতার মতোই দায়িত্ব পালন করছেন ব্রাজিলের বর্তমান প্রজন্মের সেরা ফুটবলার। লুসেইল স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে নামছে ব্রাজিল। নেইমারের পাশাপাসি চোট রয়েছে দানিলোরও। তিনিও নেইমারের পথ বেছে নিলেন। টিমের সদস্য, টিম গেম। টিমের সঙ্গ ছাড়ছেন না। খেলতে না পারলেও টিম বাসে করে স্টেডিয়ামে আসেন এই দুই ফুটবলারও। শেষ ষোলো আগেই নিশ্চিত হয়েছে। এ বার রিজার্ভবেঞ্চের শক্তি যাচাই করে নেওয়ার পালা ব্রাজিলের। সেটাই করতে চলেছেন কোচ তিতে।

বিশ্বকাপ ক্রমশ অভিশাপে পরিণত হয় নেইমারের জন্য। কেরিয়ারে প্রচুর ট্রফি জিতেছেন। দেশ এবং ক্লাবের হয়ে উজ্জ্বল কেরিয়ার। বিশ্বকাপ এখনও অধরা। এ বার ফিটনেসের দিক থেকে দারুণ জায়গায় ছিলেন। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে নামার আগে ক্লাব ফুটবলে চোট পেয়েছিলেন। ২০১৪ সালে বিশ্বকাপের মাঝেই প্রতিপক্ষের কড়া ট্যাকলে গুরুতর চোট পান। এ বার মানসিক এবং শারীরিক ভাবে দারুণ জায়গায় থাকলেও প্রথম ম্যাচেই বিপত্তি। তবে নেইমারের মানসিক জোর কারও অজানা নয়। ব্রাজিল সমর্থকদেরও প্রার্থনা, দ্রুত সেরে উঠুন তিনি। আবারও মাঠে নামুন এবং এ বার কাপ নিয়েই যেন দেশে ফিরতে পারেন। কে জানে, এটাই হয়তো বিশ্বকাপ জেতার শেষ সুযোগ নেইমারের।

Next Article