Durand Cup 2023: ডুরান্ড কাপে আজ নর্থ-ইস্ট ডার্বি
North East United FC vs Shillong Lajong Preview: সর্বভারতীয় মঞ্চে না থাকলেও ফুটবলের প্রতি শিলং লাজংয়ের দায়বদ্ধতা, আবেগ প্রশংসনীয়। তাদের সমর্থনও অনবদ্য।
মহাসমারোহে শুরু হয়েছে ঐতিহ্যের ডুরান্ড কাপ। এ বার ১৩২তম সংস্করণ। যার শুভ মহরত হয়েছে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ইন্ডিয়ান সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান নেমেছিল। বাংলাদেশ আর্মি ফুটবল ক্লাবকে ৫-০ ব্যবধানে হারিয়ে যাত্রা শুরু করেছে সবুজ মেরুন। ডুরান্ড কাপ আজ পাড়ি দিচ্ছে গুয়াহাটিতে। কলকাতা ডার্বির অপেক্ষা বাড়িয়ে গুয়াহাটিতে আজ নর্থ ইস্ট ডার্বি। মুখোমুখি ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড ও শিলং লাজং এফসি। ডুরান্ডে নর্থ-ইস্ট ডার্বির বিষয়ে বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড এ বারের ডুরান্ডে যাত্রা শুরু করতে চলেছে। প্রতিপক্ষ শিলং লাজং হওয়ায় এই ম্যাচ হাইভোল্টেজ। দীর্ঘ সময় ধরেই প্রিমিয়ার কোনও টুর্নামেন্টে খেলছে না শিলং লাজং। একটা সময় ভারতীয় ফুটবলের অন্যতম শক্তিশালী দল ছিল লাজং। এ বার ডুরান্ডে নিজেদের দক্ষতা প্রমাণের পালা। সর্বভারতীয় মঞ্চে না থাকলেও ফুটবলের প্রতি শিলং লাজংয়ের দায়বদ্ধতা, আবেগ প্রশংসনীয়। তাদের সমর্থনও অনবদ্য। ক্লাব ফুটবলের বেশ কিছু অভিজ্ঞ ফুটবলারকে নিয়েছে শিলং লাজং। এই টুর্নামেন্টের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে।
অন্য দিকে, সর্বভারতীয় ফুটবলে নর্থ-ইস্ট ইউনাইটেড পরিচিত নাম। এ মরসুমে তাদের কোচ হয়েছেন স্পেনের হুয়ান পেদ্রো বেনালি। তাঁর কাছে ব্যক্তিগত ভাবেও গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। প্লেয়ারদের মধ্যে আশির আখতার, থোই সিংয়ের মতো পরিচিত মুখও রয়েছে। স্প্যানিশ কোচ বলছেন, ‘ডুরান্ড কাপ ঐতিহ্যশালী টুর্নামেন্ট। মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। আকর্ষণীয় ফুটবল উপহার দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। সমর্থকদের আনন্দ উপহার দিতে চাই।’
নর্থ-ইস্ট ইউনাইটেড বনাম শিলং লাজং এফসি, সন্ধে ৬টা
সোনি টেন ২ এবং সোনি লিভে সরাসরি সম্প্রচার