কলকাতা: খেলা আর জীবন দর্শন কি হাত ধরে হাঁটে? তাই হবে নিশ্চয়ই, না হলে মুম্বই সফরে এসে অলিভার কান (Oliver Kahn) কেন বলবেন, ‘ফুটবল শুধু খেলা নয়, জীবনের পথ ঠিক করে দেয়। সাফল্য শুধু তাদের ধরা দেয়, যারা অক্লান্ত শ্রেষ্ঠত্বের রাস্তায় হেঁটে যেতে পারে।’ বিশ্বের সর্বকালের অন্যতম সেরা গোলকিপারের সম্মানে এক ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন TV9 Networkএর এমডি ও সিইও বরুণ দাস (Barun Das)। ওই বিশেষ নৈশ্যভোজে প্রাক্তন জার্মান কিপারের সঙ্গে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন বরুণবাবু। বিশ্ব ফুটবলে ভারতকে অন্যতম শক্তি হিসেবে তুলে ধরতে কী করা উচিত, তা নিয়েও কথা হয়েছে তাঁদের মধ্যে। শুক্রবারের ওই নৈশভোজের পর অলিভার কানের হাতে টিভি নাইন ‘নব নক্ষত্র সম্মান ২০২৩’ তুলে দেন বরুণ দাস।
টিভি নাইন দীর্ঘদিন ধরে নব নক্ষত্র সম্মান দিয়ে আসছে সমাজের নানা কৃতি মানুষদের। যাঁরা নানা ক্ষেত্রে অবদান রেখেছেন, মুখ উজ্জ্বল করেছেন দেশের। সেই সম্মানই এ বার পেলেন অলিভার কান। মুম্বইয়ে ফুটবল অ্যাকাডেমি তৈরি করেছেন প্রাক্তন জার্মান ফুটবলার। ভারতীয় ফুটবলের উন্নতিতে অবদান রাখতে চান তিনিও। সেই কারণেই এ বারের মুম্বই সফরে আসা তাঁর। তারই মধ্যে বর্ণময় ফুটবল জীবনের জন্য বরুণ দাসের হাত থেকে জীবনকৃতি পুরস্কার নিয়ে আপ্লুত জার্মান কিংবদন্তিও। টিভি নাইন বাংলাও চলতি বছর থেকে শুরু করেছে নক্ষত্র সম্মান। অক্টোবরে এই নক্ষত্র সম্মান ঘিরে বেশ হইচই পড়ে গিয়েছিল সব মহলেই। নানা ক্ষেত্রে বাংলার প্রতিভাবান সন্তানরা যে ছাপ রেখেছেন, নক্ষত্র সম্মানের মধ্যে দিয়ে তা তুলে ধরার চেষ্টা করেছে টিভি নাইন বাংলা।
১৫ বছর পর আবার ভারতে পা দিয়েছেন অলিভার কান। প্রাক্তন জার্মান অধিনায়ক ২০০৮ সালে বায়ার্ন মিউনিখের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে অবসর ম্যাচ খেলে গিয়েছিলেন। যুবভারতীতে খেলা সেই ম্যাচ এখনও স্মৃতিতে থেকে গিয়েছে তাঁর। সে কথা মাথায় রেখেই জার্মান কিংবদন্তিকে নক্ষত্র সম্মান দিতে চেয়েছিল টিভি নাইন। কিন্তু সে সময় তিনি উপস্থিত থাকতে পারেননি। তাই এ বার সম্মানিত করা হল প্রাক্তন জার্মান কিপারকে। ১৫ বছর পর ভারতে এসে নক্ষত্র সম্মান পেয়ে আপ্লুত কিংবদন্তি গোলকিপার। প্রাক্তন তারকাকে খুব শিগগিরই দেখা জনপ্রিয় শো ‘ডুয়োলগ উইথ বরুণ দাস’এ। পুরস্কারজয়ী ওই শোতে বরুণবাবু সাক্ষাৎকার নেবেন অলিভার কানের। ফুটবলের প্রতি ভালোবাসা কতটা গভীর, তুলে ধরবেন দু’জনেই।