Mohun Bagan Super Giant: বিদায় ATK, ১ জুন থেকেই নতুন নামে মোহনবাগান

MBSG : ৩১ মে-র পরই মোহনবাগান থেকে সরে যাচ্ছে এটিকে। ১ জুন থেকে নতুন নাম মোহনবাগান সুপার জায়ান্টে খেলবে গঙ্গাপারের ক্লাব।

Mohun Bagan Super Giant: বিদায় ATK, ১ জুন থেকেই নতুন নামে মোহনবাগান
বিদায় ATK, ১ জুন থেকেই নতুন নামে মোহনবাগানImage Credit source: Mohun Bagan Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 18, 2023 | 3:45 PM

কলকাতা : আইএসএল (ISL) চ্যাম্পিয়নের দিনই মাঠে সরকারী ঘোষণা করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা (Sanjeev Goenka)। মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের খুশি দ্বিগুণ করে দিয়েছিলেন তিনি। পরের মরসুম থেকেই আর এটিকে নেই মোহনবাগানে। শতাব্দীপ্রাচীন ক্লাব খেলবে মোহনবাগান সুপারজায়ান্ট (Mohun Bagan Super Giant) নামে। এটিকে সরানোর দাবিতে দীর্ঘদিন বিক্ষোভ চালিয়েছিলেন একদল বাগান জনতা। অরপিএসজি গ্রুপের প্রধান সঞ্জীব গোয়েঙ্কা বাগান জনতার সেই দাবি মেনে নেন। বাগান কর্তারাও এ নিয়ে দিনের পর দিন কথা চালান ম্যানেজমেন্ট গ্রুপের সঙ্গে। ৩১ মে-র পরই সরে যাচ্ছে এটিকে। ১ জুন থেকে নতুন নাম মোহনবাগান সুপার জায়ান্টে খেলবে গঙ্গাপারের ক্লাব। বুধবার বোর্ড মিটিংয়ে সেই সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

৩ বছর আগে এটিকের সঙ্গে সংযুক্তিকরণ হয় মোহনবাগানের। এ বছরই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। ফাইনালে বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে বাজিমাত করেন প্রীতম কোটালরা। চ্যাম্পিয়ন হওয়ার দিনেই গোয়ার মাঠ থেকে বাগান জনতার খুশি দ্বিগুণ করে দেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। মোহনবাগানের নতুন কমিটি ক্ষমতায় এসেই এটিকে সরানোর আশ্বাস দিয়েছিল। ক্লাবের নামকরণ নিয়ে শুরু থেকেই মাঠ বিমুখ ছিলেন একাংশ। সঞ্জীব গোয়েঙ্কার ঘোষণা হাজার ওয়াটের আলো জ্বালায় মোহনবাগান জনতার মুখে।

এ দিকে সামনের মরসুমের জন্য দল গোছাতে আসরে নেমে পড়েছে মোহনবাগান। অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিন্সকে আনার ব্যাপারে তৎপর ম্যানেজমেন্ট। কথাবার্তা এখনও পর্যন্ত ফলপ্রসূ। এ দিকে জল্পনা চলছে ২০ তারিখ ইডেন গার্ডেন্সে কেকেআরের চলতি মরসুমের শেষ হোম ম্যাচে সবুজ-মেরুন জার্সিতে আইপিএলের ম্যাচে নামবে লখনউ সুপার জায়ান্টস। উল্লেখ্য লখনউ সুপার জায়ান্টস দলের কর্ণধারও সঞ্জীব গোয়েঙ্কা।