Ronaldo: মদ্যপ অবস্থার ভিডিয়ো ভাইরাল, বড় রোনাল্ডোর আচরণে উত্তাল মাদ্রিদ!

Ronaldo in Madrid: স্পেনের জনপ্রিয় ক্লাব রিয়াল ভায়াদোলিদের প্রেসিডেন্ট এবং ক্লাবের মালিকানার একটা অংশও রয়েছে তাঁর। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার সেই রোনাল্ডো এখন চরম বিতর্কে। তাঁৎ উপর প্রবল চটেছেন ক্লাবের সমর্থকরা।

Ronaldo: মদ্যপ অবস্থার ভিডিয়ো ভাইরাল, বড় রোনাল্ডোর আচরণে উত্তাল মাদ্রিদ!
Image Credit source: PTI FILE

| Edited By: দীপঙ্কর ঘোষাল

May 05, 2025 | 10:47 PM

কলকাতা: বড় রোনাল্ডোকে ঘিরে বড়সড় বিতর্ক। রোনাল্ডো নাজ়ারিওর বিতর্ক ঘিরে উত্তাল স্পেন। মাদ্রিদের একটি রেস্তোরাঁ থেকে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে মদ্যপ অবস্থায় বের হতে দেখা যায়। এতটাই বেসামাল ছিলেন যে, ওই সময়ে যে ঠিক করে দাঁড়াতে পারছিলেন না। স্পেনের জনপ্রিয় ক্লাব রিয়াল ভায়াদোলিদের প্রেসিডেন্ট এবং ক্লাবের মালিকানার একটা অংশও রয়েছে তাঁর। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার সেই রোনাল্ডো এখন চরম বিতর্কে। তাঁৎ উপর প্রবল চটেছেন ক্লাবের সমর্থকরা।

মাদ্রিদের রেস্তোরাঁয় ব্রাজিলিয়ান কিংবদন্তির মদ্যপ অবস্থার একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। যার পর ক্লাবের সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েছেন। লা লিগায় বার্সেলোনার কাছে ভায়াদোলিদের হারের কয়েক ঘণ্টা পরেই রোনাল্ডোর এমন কাণ্ড বলে তুলে ধরেছে মিডিয়া। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। একেই লা লিগায় দলের অবনমন প্রায় নিশ্চিত। ক্লাব যখন প্রবল চাপে তখন প্রেসিডেন্ট রোনাল্ডোর এই আচরণ কিছুতেই মেনে নিতে পারছেন সমর্থকরা। রোনাল্ডোর ক্লাব পরিচালনার ধরণ নিয়েও সমালোচনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এই মরসুমে দলের খেলার সময় তাঁকে মাঠে দেখাই যায়নি। শুধু এস্পানিওলের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই দেখা গিয়েছিল রোনাল্ডোকে।

বার্সার বিরুদ্ধে নিজের দলের খেলায় মাঠে উপস্থিত ছিলেন না। তিনি ক্যাসপার রুড এবং জ্যাক ড্রেপারের মাদ্রিদ মাস্টার্স টেনিস ফাইনালের ম্যাচ দেখতে যান। রোনাল্ডোর এই সিদ্ধান্ত নিয়ে এমনিতেই চটেছিলেন সমর্থকরা। তারপরই পাবের ওই ঘটনা। ভায়াদোলিদ সমর্থকরা মনে করছেন, তাঁদের প্রেসিডেন্ট ক্লাবের ভবিষ্যতের চেয়ে ব্যক্তিগত অবসরের দিকে বেশি মনোযোগী। মাঝেই খবর শোনা গিয়েছিল, ভায়াদোলিদের শেয়ার বিক্রি করে দিতে চলেছেন রোনাল্ডো। এই ঘটনার রোনাল্ডো কী করেন, সে দিকে তাকিয়ে রয়েছেন ক্লাবের সদস্য সমর্থকরা।