EURO 2020 : ‘আত্মঘাতী’ ইউরো !

শুধু আন্ডারডগরাই নন, আত্মঘাতী গোল করেছে ফেভারিট দলগুলিও। সবচেয়ে বেশি আলোচিত হয়েছে গোলরক্ষকদের আত্মঘাতী গোল নিয়ে। চলতি ইউরোতে ২ জন গোলরক্ষক তো বল ধরেও তা ফস্কে দলকে বিপদে ফেলে দিয়েছেন।

EURO 2020 : 'আত্মঘাতী'  ইউরো !
ইউরোতে বাড়ছে আত্মঘাতী গোলের সংখ্যা
Follow Us:
| Edited By: | Updated on: Jun 25, 2021 | 9:30 AM

সেভিয়াঃ ইউরো কাপের(EURO 2021) গ্রুপ পর্যায়ের ম্যাচ শেষ। এবার প্রি কোয়ার্টার ফাইনালের লড়াই. ২৪টি দলের মধ্যে ছিটকে গিয়েছে ৮টি দল। এবার সেরা ১৬টি দল মুখোমুখি হচ্ছে প্রি কোয়ার্টার ফাইনাল(PRE QUARTER FINAL) লড়াইয়ে। গ্রুপ পর্বের ম্যাচে মোট গোল হয়েছে ৯৪টি। যার মধ্যে রয়েছে অসংখ্য দৃষ্টিনন্দন গোলও। তবে চলতি ইউরোতে আত্মঘাতী গোলের(OWN GOAL) সংখ্যাও নেহাত কম নয়। ৯৪টি গোলের মধ্যে আত্মঘাতী গোলের সংখ্যা ৮! যা রীতমত অবাক করার মত পরিসংখ্যান।

চলতি ইউরোতে যেভাবে প্রায় প্রতিদিনই আত্মঘাতী গোল হয়েছে, তাতে ফুটবলবিশেষজ্ঞদের চোখ কপালে উঠেছে। শুধু আন্ডারডগরাই নন, আত্মঘাতী গোল করেছে ফেভারিট দলগুলিও। সবচেয়ে বেশি আলোচিত হয়েছে গোলরক্ষকদের আত্মঘাতী গোল নিয়ে। চলতি ইউরোতে ২ জন গোলরক্ষক তো বল ধরেও তা ফস্কে দলকে বিপদে ফেলে দিয়েছেন। যা আত্মঘাতী গোল বলেই বিবেচিত হয়েছে। শুধু তাই জার্মানির (GERMANY)তারকা ম্যাট হুমেলসের(MATS HUMMELS) পা থেকেও এসেছে আত্মঘাতী গোল। এবার একনজরে দেখে নেব ইউরো কাপে আত্মঘাতী গোলের কিছু পরিসংখ্যান-

প্রথম গোলকিপারের আত্মঘাতী গোল-

চলতি ইউরোয় পোল্যান্ড বনাম স্লোভাকিয়া ম্যাচে প্রথমবার আত্মঘাতী গোল করেন কোনও গোলরক্ষক। পোল্যান্ডের গোলরক্ষক সেজনি ম্যাচের ১৮ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন

দ্রততম আত্মঘাতী গোল-

সেই ‘কৃতিত্ব’ পোল্যান্ডের সেজনির ঝুলিতেই। ইউরো কাপে ম্যাচের মাত্র ১৮ মিনিটে গোলের কীর্তি রয়েছে তাঁরই।

OWN GOALS IN EURO

পোল্যান্ডের গোলরক্ষক সেজনি

আউটফিল্ড ফুটবলারের দ্রুততম আত্মঘাতী গোল-

ম্যাট হুমেলস। চলতি ইউরোতে ফ্রান্সের বিরুদ্ধে মাত্র ২০ মিনিটে আত্মঘাতী গোল করেন জার্মানির হুমেলস।

OWN GOALS IN EURO

জার্মানির তারকা ফুটবলার ম্যাটস হুমেলস

১টি ম্যাচে সবচেয়ে বেশি আত্মঘাতী গোল-

২টি। এই ঘটনা ঘটেছে দুবার। আর ২ বারই চলতি ইউরোতে। একটি হয়েছে পর্তুগাল বনাম জার্মানি ম্যাচে। দ্বিতীয়টি স্পেন বনাম স্লোভাকিয়া ম্যাচে।

১টি ইউরোতে সর্বোচ্চ আত্মঘাতী গোলের রেকর্ড-

চলতি ইউরোতেই হয়েছে এই রেকর্ড। এখনও পর্যন্ত ৮টি আত্মঘাতী গোল হয়ে গিয়েছে টুর্নামেন্টে।

OWN GOALS IN EURO

চেকোস্লোভাকিয়ার প্রাক্তন ফুটবলার ওন্ড্রাস

ইউরোয় প্রথম আত্মঘাতী গোল-

১৯৭৬ সালের ইউরোতে।নেদারল্যান্ডস বনাম তৎকালীন চেকোস্লোভাকিয়া ম্যাচে। প্রথম আত্মঘাতী গোল করেন চেকোস্লোভাকিয়ার অ্যান্টন ওন্ড্রাস।