নয়াদিল্লি: ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship 2023) উদ্বোধন হচ্ছে বুধবার। সেদিনই বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হাইভোল্টেজ ম্যাচ। অথচ এখনও পর্যন্ত পাকিস্তান টিম ভারতে এসে পৌঁছতে পারেনি। এর মূলে রয়েছে ভিসা সমস্যা। মরিশাসে চতুর্দেশীয় টুর্নামেন্ট খেলে রবিবার সরাসরি ভারতে আসার কথা ছিল পাকিস্তান ফুটবল টিমের (Pakistan Football Team)। তবে ভিসা জটে পাক দল বিমানে উঠতে পারেনি। ফলে বুধবারের ভারত-পাক ম্যাচ ঘিরে ব্যপক অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে বর্তমানে সমস্যা মিটে গিয়েছে। শেষ মুহূর্তে পড়িমরি করে ভারতে আসতে হচ্ছে পাক টিমকে। মঙ্গলবারের মধ্যে ভারতের মাটিতে পা রাখবে পাক দল। দীর্ঘ যাত্রাপথের ধকল কাটতে না কাটতেই বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের বিরুদ্ধে নেমে পড়তে হবে। অনুশীলনের সুযোগও থাকছে না প্রবল প্রতিদ্বন্দ্বীদের কাছে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
ভিসা সমস্যার জন্য সাফ চ্যাম্পিয়নশিপে ভারত-পাকিস্তান ম্যাচ পিছিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই আশঙ্কা আর নেই। সমস্যা মিটতেই পাকিস্তান ফুটব সংস্থার তরফে টুইটারে লেখা হয়, ‘ভারতে খুব শীঘ্র দেখা হচ্ছে।’ তবে পাকিস্তান টিম কখন পৌঁছতে পারে তা নির্দিষ্ট করে জানা যায়নি। কর্নাটক ফুটবল সংস্থার এক কর্তা জানিয়েছিলেন, ‘ভিসা সমস্যার জেরে আসতে দেরি হচ্ছে। সোমবারের মধ্যে এই সমস্যা মিটে যাবে। পাকিস্তান ফুটবল টিম সোমবার রাতে কিংবা মঙ্গলবার সকালের দিকে এখানে আসছে। তাই বুধবারের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কোনও সমস্যা হবে না।’ সোমবার রাতে পাকিস্তান দল আসতে পারেনি। মঙ্গলবার যত তাড়াতাড়ি সম্ভব ভারতে আসতে চাইছে পাকিস্তান টিম। এসেই সরাসরি ভারতের বিরুদ্ধে নেমে পড়তে হবে তাদের।
See you soon, India! ??#wearepakistanfootball #dilsayfootball #shaheens pic.twitter.com/9a3uxiyJuv
— Pakistan Football Federation (@TheRealPFF) June 19, 2023
SAFF চ্যাম্পিয়নশিপ সম্পর্কিত সব তথ্য থাকা সত্ত্বেও কেন ভিসা পেতে দেরি হল পাকিস্তান টিমের? এই পিছনে নিজের দেশেরই স্পোর্টস বোর্ডকে দায়ী করেছে পাকিস্তান ফুটবল সংস্থা। তাদের দাবি, পাকিস্তান স্পোর্টস বোর্ডের তরফে নো অবজেকশন সার্টিফিকেট দিতে দেরি হওয়ায় সমস্যায় পড়েছে পাকিস্তান ফুটবল সংস্থা। এনওসি না মেলায় সঠিক সময়ে কাগজপত্র জমা করা যায়নি। পাকিস্তান বুধবার ভারতের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে। এরপর ২৪ জুন তাদের প্রতিপক্ষ কুয়েত। তৃতীয় ম্যাচটি রয়েছে ২৭ জুন নেপালের বিরুদ্ধে।