Pakistan Women’s Football: মেয়েরা শর্টস পরে কেন খেলছে? সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানি সাংবাদিকের বিতর্কিত প্রশ্ন!

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আগামীকাল মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার আগে এই টুর্নামেন্টে ভুলভাল প্রশ্ন করে বিতর্কের মুখে পাকিস্তানের সংবাদমাধ্যম।

Pakistan Womens Football: মেয়েরা শর্টস পরে কেন খেলছে? সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানি সাংবাদিকের বিতর্কিত প্রশ্ন!
Image Credit source: Twitter

| Edited By: তিথিমালা মাজী

Sep 18, 2022 | 6:50 PM

কাঠমান্ডু: সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের মেয়েদের স্মরণীয় পারফরম্যান্স। দীর্ঘ সময় বাদে কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছে পাকিস্তানের মেয়েরা। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে আট বছরে প্রথম জয় পেয়েছে তারা। মলদ্বীপের বিরুদ্ধে মেয়েদের ৭ গোলে জয় উদযাপন করেছে সারা পাকিস্তান। এক গামলা দুধে এক ফোঁটা চোনার মতো সেই আনন্দে জল ঢেলে পাকিস্তানকে লজ্জার মুখে ফেলে দিয়েছেন এক সাংবাদিক। সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীন সাংবাদিক বৈঠকে পাক সাংবাদিকের প্রশ্নে ক্রীড়া বিশ্বের কাছে লজ্জায় মাথা কাটা গিয়েছে প্রতিবেশী দেশের। কেউ বলছেন, এমন প্রশ্ন পাকিস্তানের তরফেই আসতে পারে। আবার কারও মতে, “এমন ঘৃণ্য মনোভাবের কারণেই শুধুমাত্র পাকিস্তানের মেয়েরা খেলাধুলোর দিক থেকে পিছিয়ে রয়েছে।”

মেয়েদের দারুণ পারফরম্যান্সের পর ম্যাচ পরবর্তী বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন কোচ আদিল রিজকি। সবার প্রশ্ন জুড়ে ছিল মাঠের পারফরম্যান্স। কিন্তু লাহোরের সাংবাদিক রফিক খানের মাথায় ঘুরছিল অন্য প্রশ্ন। টুর্নামেন্টের পরিবর্তে মেয়েদের জামাকাপড় তাঁর মাথাব্যথার অন্যতম কারণ। ভরা সাংবাদিক বৈঠকে কোচ আদিল রিজকিকে প্রশ্নটা করেই বসেন। বেশ কড়াভাবে জিজ্ঞাসা করেন, “আপনারা তো জানেন, আমরা ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান। আমার প্রশ্ন, মেয়েরা শর্টস পরে কেন খেলছে। ওদের লেগিংস পরে খেলতে অসুবিধে কোথায়?” প্রশ্ন শুনে দৃশ্যতই অবাক হয়ে যান কোচ। উত্তরে বলেন, “খেলাধুলোয় প্রগতিশীল হতে হবে। পোশাকের কথা যখন উঠেছে তখন বলি, আমরা কখনও কাউকে আটকাইনি। এটা এমন একটা বিষয় যেখানে আমাদের নিয়ন্ত্রণ নেই।”

সোশ্যাল মিডিয়ায় ওই মুহূর্তের ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। পারফরম্যান্সের পরিবর্তে সাংবাদিকের পোশাক নিয়ে প্রশ্নে সমালোচনার ঝড় বয়েছে। পাকিস্তানের স্কোয়াশ খেলোয়াড় নুরেনা শামস টুইটারে লিখেছেন, “যখন টাকা চুরি হয় ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানের সাংবাদিকরা কি কখনও প্রশ্ন করেন? যখন শোষণ হয়, যখন দুর্নীতি হয়? কেন সবসময় মেয়েদের পোশাক নিয়ে প্রশ্ন ওঠে? আশা করি, দেশের প্রতিটি ভুল কাজের বিরুদ্ধে সোচ্চার হবে দেশবাসী।”