LIONEL MESSI: লন্ডন নাকি প্যারিস, নতুন বাসা কোথায় বাঁধবেন মেসি?

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 06, 2021 | 10:26 AM

আর্থিক চুক্তি নিয়ে সমস্যার জন্য বার্সা ছেড়েছেন। এবার মেসি কোন ক্লাবে? এই প্রশ্নের উত্তরে দুটি ক্লাবের নাম সবচেয়ে উপরে। প্যারি সাঁজাঁ ও ম্যাঞ্চেস্টার সিটি। প্যারি সাঁজাঁ দৌড়ে এগিয়ে রয়েছে।

LIONEL MESSI: লন্ডন নাকি প্যারিস, নতুন বাসা কোথায় বাঁধবেন মেসি?
এবার কোন ক্লাব?

Follow Us

বার্সেলোনাঃ পুরনো ক্লাব বার্সেলোনার সঙ্গে দুদশরে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর এবার যে প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠে আসছে, তা হল মেসি এবার কোথায়? জোরালোভাবে উঠে আসছে দুটি নাম। এক, ম্যঞ্চেস্টার সিটি। দুই, প্যারি সাঁজাঁ। তবে শেষ পর্যন্ত কোথায় বাসা বাঁধবেন মেসি, তা এখনও ধোঁয়াশায় রয়েছে। তবে সূত্রের খবর, প্য়ারি সাঁজাঁর দিকেই নাকি বেশি ঝুঁকে রয়েছেন মেসি। প্যারিসের ক্লাবটির সঙ্গে একপ্রস্থ কথাও হয়েছে বলে খবর সূত্রের।

আর্থিক চুক্তি নিয়ে সমস্যার জন্য বার্সা ছেড়েছেন। এবার মেসি কোন ক্লাবে? এই প্রশ্নের উত্তরে দুটি ক্লাবের নাম সবচেয়ে উপরে। প্যারি সাঁজাঁ ও ম্যাঞ্চেস্টার সিটি। প্যারি সাঁজাঁ দৌড়ে এগিয়ে রয়েছে। সব কিছু ঠিকঠাক চললে নেইমার-মেসিকে আবার জুটিতে খেলতে দেখা যাবে। তবে এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছেনা ম্যান সিটির সম্ভাবণাও। কারন ইপিএলের দলটির কোচের নাম পেপ গুয়ার্দিওয়ালা। পেপের সঙ্গে মেসির সখ্যতা কারও অবিদিত নয়।

এর আগেও বহুবার ইপিএলের বিভিন্ন ক্লাব থেকে অফার পেয়েছিলেন মেসি। তবে বার্সা ছেড়ে যাননি। শেষপর্যন্ত কোন ক্লাবে মেসি সই করবেন, তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। বলা ভাল এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর প্রশ্ন এটাই।

 

Next Article