
তুরিন: সদ্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে জুভেন্তাসে যোগ দিয়েছেন ফরাসি মিডফিল্ডার পল পোগবা। তাঁর এক দাদা ফ্লোরেন্তিন পোগবা বর্তমানে এটিকে মোহনবাগানের হয়ে খেলতে ভারতে রয়েছেন। তারই মধ্যে দাদাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ জুভেন্তাস তারকার। নাহ্, দাদা ফ্লোরেন্তিন নন বরং তাঁর যমজ মাতিয়াস পোগবা এখন মাথাব্যাথার কারণ বিশ্বকাপজয়ী ফুটবলারের। দাদার বিরুদ্ধে ব্ল্যাকমেল করে টাকা আদায়ের অভিযোগ তুলেছেন পোগবা। তাঁর আইনজীবী জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় পোগবাকে নিয়ে বড় কিছু ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন মাতিয়াস। সংবাদসংস্থার তথ্য অনুযায়ী, ফরাসি পুলিশ অভিযোগের তদন্ত শুরু করেছে। অভিযোগ, ব্ল্যাকমেল করে ১৩ মিলিয়ন ইউরো অর্থ চাওয়া হয় জুভেন্তাস ফুটবলারের কাছে।
পোগবার আইনজীবীর রাফায়েলা পিমেন্তার দাবি, সোশ্যাল মিডিয়ায় মাতিয়াস যে ভিডিও প্রকাশ করেছে দুর্ভাগ্যজনক হলেও তাতে অবাক হওয়ার কিছু নেই। একটি গ্রুপ মিলে পল পোগবাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করা হয়েছে। যে কারণে ইতালি ও ফ্রান্সের প্রশাসনের সঙ্গে মাসখানেক আগে যোগাযোগ করা হয়েছিল। তদন্ত এখনও চলছে। তাই এই বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। জানা গিয়েছে, গত মার্চ মাসে পোগবাকে একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে ১৩ মিলিয়ন ইউরো দাবি করা হয়। ওই অর্থ পেলে ১৩ বছরের জন্য তাঁর সিক্রেট সুরক্ষিত থাকবে। এরপর পোগবা পুলিশের দ্বারস্থ হন। বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবলারের অভিযোগ, তাঁর দাদা-সহ ওই গ্রুপটি পিএসজি তারকা কিলিয়ান এমবাপেকে নিয়ে কিছু তথ্য ফাঁস করতে চাইছে। আসলে জাতীয় দলে তাঁর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করাই লক্ষ্য মাতিয়াসদের।
ভিডিওতে ফরাসি ভাষায় মাতিয়াস পোগবার বক্তব্যকে তর্জমা করলে যেটা দাঁড়ায় তা হল, “আমার ভাইয়ের অনুরাগীদের, ফ্রান্স টিম, জুভেন্তাসের সতীর্থদের এবং বাকি মানুষদের কিছু বিষয় জানা প্রয়োজন। তাঁদের জানা উচিত পল পোগবা আসলে কে। যা বলব সেটা বিস্ফোরকের মতো ছড়িয়ে পড়বে। নিজের স্বপক্ষে যুক্তি দেওয়ার মতো প্রমাণ আমার কাছে আছে।”