তাঁর ‘রেকর্ডে’ মেসিকে স্বাগত জানালেন পেলে

একই ক্লাবের হয়ে সর্বাধিক গোল করার রেকর্ড মেসি ও পেলের (Messi and Pele)।

তাঁর রেকর্ডে মেসিকে স্বাগত জানালেন পেলে
সৌজন্যে-টুইটার

Dec 20, 2020 | 7:34 PM

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের (Pele) রেকর্ড স্পর্শ করার জন্য লিওনেল মেসিকে (Lionel Messi) অভিনন্দন জানালেন ফুটবল সম্রাট পেলে। ইন্সটাগ্রামে পেলে লেখেন, ‘হৃদয় যখন ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায়, তখন ঠিকানা পরিবর্তন করা কঠিন। তোমার মতো আমিও ভালো করেই জানি, প্রতিদিন একই জার্সি পরতে কেমন লাগে।’

 

 

পেলে আরও বলেন, ‘লিওনেল, ঐতিহাসিক এই রেকর্ডের জন্য তোমাকে অভিনন্দন। তবে সব থেকে আগে বার্সেলোনায় তোমার এই অসাধারণ কেরিয়ারের জন্য অভিনন্দন। আমাদের মতো এত দীর্ঘ সময় ধরে একই ক্লাবকে ভালোবেসে যাওয়ার গল্প ফুটবলে কমে আসছে।’

আরও পড়ুন:  এক আসনে সম্রাট ও যুবরাজ

এতদিন একটি ক্লাবের হয়ে সর্বাধিক গোল করার রেকর্ড ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের। স্যান্টোস ক্লাবের হয়ে খেলে তিনি ৬৪৩ টি গোল করেছিলেন। শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে গোল করে মেসি পেলের রেকর্ডকে স্পর্শ করে ফেললেন। পেলে ৬৬৫ ম্যাচে খেলে ৬৪৩ গোল করেছিলেন। অপরদিকে মেসি ৭৪৮ ম্যাচে খেলে ৬৪৩ গোল করলেন। কিন্তু মেসি ৬৪৩ গোল করেছেন ১৭ টি মরসুমে। অন্যদিকে পেলে এই রেকর্ড গড়েছিলেন ১৯ টি মরসুমে।