PELE: প্রার্থনা, আশঙ্কা, আর্তি- গোটা ব্রাজিল যেন পেলের বিছানার পাশে…

Health Update: পরিবার হাসপাতালে, বাইরে প্রচুর মানুষ জড়ো হয়েছেন। সময়ের সঙ্গে ভিড় বেড়েছে। সঙ্গে আতঙ্কও। পেলের ছেলেবেলার ক্লাব স্যান্টোস নানা ভাবে 'প্রস্তুতি' নিচ্ছে। পেলের সঙ্গে ছবি দিয়ে তাঁর কন্যা ইন্সটাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'সময় বয়ে যায়, থেকে যায় মুহূর্ত।'

PELE: প্রার্থনা, আশঙ্কা, আর্তি- গোটা ব্রাজিল যেন পেলের বিছানার পাশে...
Image Credit source: twitter

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 28, 2022 | 6:51 PM

সাও পাওলো : প্রার্থনা দীর্ঘ। কাতার বিশ্বকাপ চলাকালীন হাসপাতালে ভর্তি করা হয় ফুটবল সম্রাট পেলেকে। কোলন ক্য়ান্সারের কেমোথেরাপির জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ফুটবল বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ কেন তাঁকে হাসপাতালে নেওয়া হল! সে সময় পরিবারের তরফে জানানো হয়, অন্য়ান্য বারের মতো নিয়মিত পরীক্ষার জন্য ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতালের তরফে নিয়মিতভাবে তাঁর হেলথ আপডেট দেওয়া হয়। পরিস্থিতি ক্রমশ আতঙ্কে পরিণত হয়, তাঁকে প্যালিয়াটিভ কেয়ার ইউনিটে সরানো হলে। তারপর থেকেই প্রার্থনা, আশঙ্কা, আর্তি। হাসপাতালের বেড থেকেই সোশ্যাল মিডিয়া পোস্টে ভক্তদের আস্বস্ত করেন পেলে। জানান-বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখব। বড়দিনের আগেই তাঁর পুত্র-কন্য়া সহ পরিবারের সদস্য়রা হাসপাতালে চলে আসেন। ফের এক বার আতঙ্ক তৈরি হয়েছে। বিস্তারিত TV9Bangla-য়।

বড়দিনের আগে পেলের কন্যা কেলি নাসিমেন্তো জানান, এ বার হাসপাতালেই বড়দিন পালন করবে। সেই মতো পরিবারের সকলেই সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে একত্রিত হন। সেখানেই কাটে তাঁদের বড়দিন। পেলের বুকে মাথা রেখে কন্য়া কেলি একটি ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে লেখা ছিল, ‘আরও একটা রাত এক সঙ্গে’। লড়াইয়ের বার্তা। হঠাৎ করেই ফের এক বার আতঙ্ক ঘিরে ধরেছে। তাঁর পরিবার হাসপাতালে, বাইরে প্রচুর মানুষ জড়ো হয়েছেন। সময়ের সঙ্গে ভিড় বেড়েছে। সঙ্গে আতঙ্কও। পেলের ছেলেবেলার ক্লাব স্যান্টোস নানা ভাবে ‘প্রস্তুতি’ নিচ্ছে। পেলের সঙ্গে ছবি দিয়ে তাঁর কন্যা ইন্সটাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘সময় বয়ে যায়, থেকে যায় মুহূর্ত।’

 

এ খানেই যেন আতঙ্ক বাড়ছে। তাহলে কি ফুটবল সম্রাটের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে? না হলে ক্লাবের এমন প্রস্তুতি কেন! নানা গুঞ্জনও ছড়াচ্ছে। ফুটবল সম্রাটকে নিয়ে আশঙ্কা বাড়ছে। চলছে প্রার্থনা। এরই মাঝে প্রস্তুতিই নানা গুঞ্জনের কারণ। সূত্রের খবর, পেলের ছেলেবেলা এবং কৈশোরের ক্লাব স্যান্টোস, নতুন বছরের জন্য় বিশেষ প্রস্তুতি নিচ্ছে। বিশেষ জার্সি ডিজাইন করা হয়েছে। দুঃখ নয়, বরং পেলে যে ভাবে ফুটবল মাঠে রং ছড়িয়েছেন পেলে, গানে, হাসিতে মজে থেকেছেন, তাঁকে সেভাবে মনে করতে চান। নতুন বছরের আগে ব্রাজিলের একটাই প্রার্থনা- আরও একটা মিরাকল হোক।