
লিসবন: নির্বাসনের কারণে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) জাতীয় টিমে নেই। তাতে কী, ইউরো কাপের যোগ্যতা পর্বে বিরাট ব্যবধানে জয় পেল পর্তুগাল (Portugal)। লুক্সেমবার্গকে ৯-০ উড়িয়ে দিলেন ব্রুনো ফের্নান্ডেজ (Bruno Fernandes), গন্সালো রামোস, গন্সালো ইনাসিওরা। ন’গোলের ম্যাচে সবচেয়ে উজ্জ্বল ব্রুনো। তিনি হ্যাটট্রিক করেছেন। তবে গোলের নয়, অ্যাসিস্টের। সঙ্গে একটা গোলও করেছেন। পর্তুগালের ফুটবল ইতিহাসে এটাই সবচেয়ে বড় জয়। আর এই ঐতিহাসিক ম্যাচে জড়িয়ে থাকতে পারলেন না সিআর সেভেন। তাঁর অভাব অবশ্য বুঝতে দেননি পর্তুগিজ তারকারা। TV9Bangla Sports এ বিস্তারিত।
Bruno Fernandes (Portugal) vs Luxembourg
Manchester United’s player get 1 goal and 3 assistes on this UEFA EURO QUALIFIERS ⚽💥🔥#Portugal #PORLUX #Europe #PortugalLuxemburgo #Luxembourg #HappyBirthdayNamjoon #Libya #11septembre #زلزال_المغرب #ผกกเบิ้มpic.twitter.com/EuA0tHmQnW
— The Captain 🇮🇩 (@Footballers501) September 12, 2023
লুক্সেমবার্গের বিরুদ্ধে টিমের হয়ে গোলের খাতা খুলেছিলেন ইনাসিও। ১২ মিনিটের মাথায় তিনি গোল করতেই পর্তুগাল পুরো ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পর পর জোড়া গোল করেন পিএসজির তারকা গন্সালো রামোস। প্রথমার্ধেই ৪-০ করে ফেলেছিল পর্তুগাল। ইনজুরি টাইমে হেডে দ্বিতীয় গোল ইনাসিওর। বিরতির পরও থামেনি পর্তুগাল। দ্বিতিয়ার্ধেও বিধ্বংসী ফুটবল খেলে রবের্তো মার্তিনেজের টিম। ব্রুনোর পাস থেকে বিরতির পরই গোল করেন লিভারপুলের তারকা দিয়োগো জোটা। তাঁর গোলের ২০ মিনিট পরেই ষষ্ঠ গোল রিকার্ডো হোর্তার। টিমের হয়ে সপ্তম গোল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনোর। বাকি দু’গোল জোয়াও ফেলিক্স ও জোটার।
Uma noite para recordar! ✨📸 #VesteABandeira pic.twitter.com/dnom8lX1ai
— Portugal (@selecaoportugal) September 11, 2023
এই দুরন্ত জয়ের ফলে জে গ্রুপে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। দু’নম্বর টিম স্লোভাকিয়ার থেকে ৫ পয়েন্ট এগিয়ে। আগামী বছরের ইউরো কাপে যোগ্যতা অর্জনের জন্য এক কদম এগিয়ে গেলেন ব্রুনোরা।