POR vs SUI FIFA WC Match Preview: রোনাল্ডো এবং পর্তুগাল! সুইৎজারল্যান্ড ম্যাচের আগে এমনই পরিস্থিতি

PORTUGAL vs SWITZERLAND FIFA world Cup 2022: সুইৎজারল্যান্ড এ বারের বিশ্বকাপে ২টি ম্যাচ জিতেছে। কোনও বিশ্বকাপে এর বেশি ম্যাচ জেতেনি তারা। প্রথম বার বিশ্বকাপের মঞ্চে তিনটি ম্য়াচ জয়ের স্বপ্ন দেখছে সুইৎজারল্যান্ড।

POR vs SUI FIFA WC Match Preview: রোনাল্ডো এবং পর্তুগাল! সুইৎজারল্যান্ড ম্যাচের আগে এমনই পরিস্থিতি
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2022 | 9:00 AM

দোহা : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং পর্তুগাল! শেষ ষোলোয় সুইৎজারল্যান্ডের (Switzerland) বিরুদ্ধে নামার আগে এমনটাই যেন পরিস্থিতি। কাতার বিশ্বকাপে বিতর্কের অভাব নেই। নতুন সংযোজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কাতারে আসার আগে থেকে ক্লাবের সঙ্গে সমস্য়া চলছিল সিআর সেভেনের। এ বার জাতীয় দলেও। ধরনটাও যেন একই। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে এ বারের মরসুমে কার্যত রিজার্ভবেঞ্চেই কাটাতে হয়েছে। যার জেরে রেগে এক ম্যাচে বাঁশি বাজার আগেই মাঠ ছাড়েন রোনাল্ডো। পরিবর্ত হিসেবে নামা তাঁর পছন্দ হয়নি। বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হেরেছিল পর্তুগাল (Portugal)। ম্যাচের ৬৫ মিনিটে তুলে নেওয়া হয় ক্রিশ্চিয়ানোকে। এরপরই বিতর্ক। পর্তুগাল বনাম সুইৎজারল্যান্ড ম্যাচের প্রিভিউ TV9Bangla-য়।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আচরণে খুশি নন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। তাহলে কি রোনাল্ডোকে ছাড়াই প্রথম একাদশ নামাতে চলেছেন? পর্তুগালের এক সংবাদপত্র সমীক্ষা করেছে রোনাল্ডোকে প্রথম একাদশে রাখা উচিত কিনা। সেখানে ৭০ শতাংশই রোনাল্ডোকে ছাড়া প্রথম একাদশ গড়ার বিষয়ে মত দিয়েছেন। কোচও পরিষ্কার করেননি রোনাল্ডো প্রথম একাদশে থাকবেন কিনা। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মেলনে পর্তুগাল কোচ বলছেন, ‘রোনাল্ডো বাদ পড়ছে, এমন কোনও তথ্য আমি কোথাও পড়িনি। আমরা ম্যাচের প্রস্তুতিতে ফোকাস করছি, কোনও সমীক্ষায় নয়।’ যদিও রোনাল্ডোর আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ থেকে বিরত থাকতে পারেননি। পরিষ্কার বলছেন, ‘সেই মুহূর্তে ওর (রোনাল্ডোর) আচরন ভালো লাগেনি। বিষয়টা সেখানেই শেষ হয়ে গিয়েছে।’ এই বিতর্ক যেন শেষ হইয়াও হইল না শেষ। সাংবাদিক সম্মেলনে বারবার উঠে এল রোনাল্ডো বিতর্ক। বাদ পড়েনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে তাঁর বিচ্ছেদ এবং নতুন ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েও।

পর্তুগালের প্রতিপক্ষ সুইৎজারল্যান্ড গ্রুপ পর্বে ব্রাজিলের বিরুদ্ধে তেমন সুবিধা করতে পারেনি। বাকি দুই ম্য়াচে অনবদ্য় পারফরম্যান্স করেছে। তাদের রাফ অ্যান্ড টাফ ফুটবল চাপে ফেলতে পারে পর্তুগালকে। বিশেষ করে এমন পরিস্থিতিতে, যেখানে পর্তুগাল শিবিরেই নানা বিরোধ। এ বছর তৃতীয় বার মুখোমুখি হতে চলেছে পর্তুগাল ও সুইৎজারল্যান্ড। নেশন্স লিগে দু-বার মুখোমুখি হয়েছে তারা। ঘরের মাঠে (লিসবন) ৪-০ ব্য়বধানে জিতেছিল পর্তুগাল। অ্যাওয়ে ম্যাচে ০-১ ব্য়বধানে হেরেছে তারা। এর আগে মাত্র দু-বার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল। শেষ বার ২০০৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা। যদিও নকআউট পর্বে শেষ পাঁচ ম্যাচেই হেরেছে পর্তুগাল। সুইৎজারল্যান্ড এ বারের বিশ্বকাপে ২টি ম্যাচ জিতেছে। কোনও বিশ্বকাপে এর বেশি ম্যাচ জেতেনি তারা। প্রথম বার বিশ্বকাপের মঞ্চে তিনটি ম্য়াচ জয়ের স্বপ্ন দেখছে সুইৎজারল্যান্ড।