Football World Cup 2022: বিশ্বকাপের প্র্যাকটিস ম্যাচের সূচি জানেন?

Football World Cup 2022: বিশ্বকাপের প্র্যাকটিস ম্যাচের সূচি জানেন?

TV9 Bangla Digital

| Edited By: অংশুমান গোস্বামী

Updated on: Nov 15, 2022 | 11:01 PM

Practice Match: ৩২ দলের মধ্য় থেকে ২০ টি দল অংশগ্রহণ করবে প্রস্তুতি ম্য়াচে। 

কাতারে বিশ্বকাপ খেলতে চলে গিয়েছেন অনেক দলই। অনেক দল আগামী কয়েক দিনের মধ্য়েই পৌঁছে যাবে। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলি। ৩২ দলের মধ্য় থেকে ২০ টি দল অংশগ্রহণ করবে প্রস্তুতি ম্য়াচে।

দেখে নেওয়া যাক একনজরে প্রস্তুতি ম্য়াচের  সময়সূচি-

১৫ নভেম্বর: সেনেগাল বনাম কাজাখাস্তান

১৬ নভেম্বর: সংযুক্ত আরব আমিরশাহি বনাম আর্জেন্টিনা

১৬ নভেম্বর: ইরান বনাম তিউনিসিয়া

১৬ নভেম্বর: সৌদি আরব বনাম ক্রোয়েশিয়া

১৬ নভেম্বর: পোল্যান্ড বনাম চিলি

১৭ নভেম্বর: মেক্সিকো বনাম সুইডেন

১৭ নভেম্বর: কানাডা বনাম জাপান

১৭ নভেম্বর: জর্ডন বনাম স্পেন

১৭ নভেম্বর: ইরাক বনাম কোস্টারিকা

১৭ নভেম্বর: মরক্কো বনাম জর্জিয়া

১৭ নভেম্বর: সুইজারল্যান্ড বনাম ঘানা

১৮ নভেম্বর: ক্যামেরুন বনাম পানামা

১৮ নভেম্বর: পর্তুগাল বনাম নাইজেরিয়া

১৮ নভেম্বর: মিশর বনাম বেলজিয়াম

১৮ নভেম্বর: বাহরিন বনাম সার্বিয়া

Published on: Nov 15, 2022 11:01 PM