Lionel Messi: ভারত সফরের ‘সুখ-স্মৃতি’ শেয়ার মেসির, কলকাতা কতটা জায়গা পেল?
Lionel Messi India tour: ওই ভিডিয়োয় হায়দরাবাদ, মুম্বই ও দিল্লির নানা মুহূর্ত তুলে ধরা হয়েছে। শিশুদের সঙ্গে ফুটবল খেলার মুহূর্ত রাখা হয়েছে ভিডিয়োয়। একের পর এক বলে কিক মেরে দর্শকদের কাছে পাঠানো, সেই সব শটও রয়েছে। মেসির সঙ্গে করিনা কাপুরের ছবি তোলার মুহূর্ত রয়েছে ভিডিয়োয়।

কলকাতা ও নয়াদিল্লি: যুবভারতীকাণ্ড নিয়ে রাজনৈতিক তরজা বাড়ছে বাংলায়। লিওনেল মেসির তা জানার কথাও নয়। ভারত সফর সেরে ফিরে গিয়েছেন তিনি। আর ফিরে গিয়েই ভারত সফরে তাঁর ‘সুখ-স্মৃতি’ শেয়ার করলেন বিশ্ব ফুটবলের রাজপুত্র। ইনস্টাগ্রামে তাঁর শেয়ার করা ভিডিয়োয় কতটা জায়গা পেল কলকাতা? ভারত সফর নিয়ে কী বললেন মেসি?
ভারত সফরে চার শহরে এসেছিলেন মেসি। প্রথমে কলকাতা। তারপর হায়দরাবাদ, মুম্বই এবং দিল্লি। ভারত সফরের স্মৃতি শেয়ার করে ইনস্টাগ্রামে মেসি লেখেন, “নমস্তে ভারত। দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও কলকাতায় অবিশ্বাস্য সফর। পুরো সফরে উষ্ণ অভ্যর্থনা, আতিথেয়তা ও ভালবাসার জন্য ধন্যবাদ। আমি আশা করি, ভারতে ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।”
ইনস্টাগ্রামে এই বার্তার পাশাপাশি তাঁর ভারত সফরের কিছু মুহূর্তও শেয়ার করেছেন মেসি। সেখানে কতটা জায়গা পেল কলকাতা? মেসির শেয়ার করা ভিডিয়োয় কলকাতা সফরের দুটি ছবি তুলে ধরা হয়েছে। ভিডিয়োর শুরুতে লেকটাউনে মেসির যে ৭০ ফুটের মূর্তি হয়েছে, তার উন্মোচনের ছবি দেওয়া হয়েছে। ১৩ ডিসেম্বর হোটেল থেকে ভার্চুয়ালি মূর্তিটি উন্মোচন করেছিলেন ফুটবলের রাজপুত্রই। এর পাশাপাশি কলকাতা সফরে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে ছবি তোলার মুহূর্ত জায়গা পেয়েছে মেসির শেয়ার করা ভিডিয়োয়। যুবভারতী স্টেডিয়ামের কোনও মুহূর্ত অবশ্য নেই সেই ভিডিয়োয়।
দেখুন মেসির শেয়ার করা ভিডিয়ো-
View this post on Instagram
ওই ভিডিয়োয় হায়দরাবাদ, মুম্বই ও দিল্লির নানা মুহূর্ত তুলে ধরা হয়েছে। শিশুদের সঙ্গে ফুটবল খেলার মুহূর্ত রাখা হয়েছে ভিডিয়োয়। একের পর এক বলে কিক মেরে দর্শকদের কাছে পাঠানো, সেই সব শটও রয়েছে। মেসির সঙ্গে করিনা কাপুরের ছবি তোলার মুহূর্ত রয়েছে ভিডিয়োয়। মুম্বইয়ে সচিন তেন্ডুলকরের সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছিল মেসিকে। ফুটবলের রাজপুত্রকে ক্রিকেটের ‘ঈশ্বর’ জার্সি উপহার দিয়েছিলেন। সেই মুহূর্ত রয়েছে মেসির শেয়ার করা ভিডিয়োয়। ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে মেসিকে নিয়ে বাংলায় গান ও মেসির বক্তব্য রয়েছে। যেখানে মেসি বলেছেন, তিনি আবার ভারতে আসবেন। খেলবেন। ফের ভারতে এলে বিশ্ব ফুটবলের রাজপুত্রকে কি যুবভারতীতে খেলতে দেখা যাবে? সেই আশাতেই বুক বাঁধছে বাঙালি।
